× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবি শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

কুবি প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২৩:৩৩ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ০০:০৬ এএম

আহত কুবি শিক্ষার্থী মোজ্জামেল। প্রবা ফটো

আহত কুবি শিক্ষার্থী মোজ্জামেল। প্রবা ফটো

তারাবীর নামাজ আদায় করতে গিয়ে মসজিদের সামনে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী। আহত মোজাম্মেল হক লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ মার্চ) রাত পৌঁনে ৯টায় কুমিল্লা শহরের রাণীর বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মোজাম্মেল হক বলেন, ‘রাণীর বাজার মসজিদে তারাবীর সালাত আদায় করার জন্য গিয়েছিলাম। তখন অপরিচিত কয়েকজন ছেলে এসে বলে মসজিদের বাহিরে যেতে। আমার জন্য কিছু লোক অপেক্ষা করছে। আমি বাহিরে গেলে শুরু হয় উপর্যুপরি মারধর।’ 

তিনি আরও বলেন, ‘আমার অপরাধ কী জিজ্ঞেস করলেও তারা তোয়াক্কা করেনি। একপর্যায়ে একটি পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে আমাকে বলা হয়, কীভাবে মরতে চাস বল। তখন কয়েকজন পুলিশ সদস্য সেখানে চলে আসলে তারা পালিয়ে যায়। এরপর পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ফোন করি তবে কোনো উত্তর পাইনি।’ 

মোজাম্মেল বলেন, ‘পুলিশ পুরো ঘটনা শুনে দুই ঘণ্টার মধ্যে অপরাধীদের আটক করে। ধর্মপুর পশ্চিম চৌমুহনীর নেতৃস্থানীয় লোকজন ওই ছেলেদের নিয়ে বিচার বসান। তখন তারা জানায়, আমাকে নয় তারা অন্য একজনকে মারতে এসে না জেনে আমার ওপর হামলা করে। তখন তাদের পরিবার আমার কাছে ক্ষমা চায়।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী এম আনিছুল ইসলাম বলেন, 'আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিষয়ে জানতে পেরেছি। আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আমাদের সাথে এ বিষয়ে এখনও কেউ যোগাযোগ করেনি, লিখিত অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে পদক্ষেপ নেব। তবে যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে, সেহেতু প্রাথমিকভাবে বিষয়টি সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যায়। সেক্ষেত্রেও আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগীতা করব।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা