× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্ত্যক্তের প্রতিবাদ করায় জবি ছাত্রীকে ‘লাথি’, অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১০:০২ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১০:৫৩ এএম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় জবি ছাত্রীকে ‘লাথি’, অভিযুক্ত গ্রেপ্তার

উত্ত্যক্তের প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) রাতে ভুক্তভোগীর করা মামলায় সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিকাল ৫টার দিকে পুরান ঢাকার নারিন্দার স্টার বেকারির সামনে উত্ত্যক্ত ও হামলার ঘটনা ঘটে।

ওয়ারী থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিকটিম থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে সোপর্দ করা হবে।’

জানা গেছে, হামলার শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে পুরান ঢাকার নারিন্দার স্টার বেকারির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় সুমন নামে এক যুবক পেছন থেকে নানা বাজে মন্তব্য করে তাকে উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে মেয়েটি এ বিষয়ে জানতে চাইলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে গালাগালি করতে থাকেন।

পরিস্থিতি খারাপ দেখে ওই শিক্ষার্থী সেখান থেকে সরে আসার চেষ্টা করলে অভিযুক্ত আরও বাজে আচরণ শুরু করেন। এর প্রতিবাদ করলে মেয়েটিকে ইট দিয়ে মারতে উদ্যত হন সুমন। এ সময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন তার বুকে লাথি মেরে গলিতে ঢুকে পড়েন সুমন।

এ ঘটনা ওয়ারী থানায় মামলা করেন শিক্ষার্থী ভুক্তভোগী। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘আমি রাস্তা দিয়ে আসার সময় ওই বখাটে আমাকে নোংরা ভাষায় উত্ত্যক্ত করলে আমি এর প্রতিবাদ করি। তখন একটি ইট নিয়ে আমাকে মারতে আসে। আমি চিৎকার দিয়ে প্রতিবাদ করলে লোকজন এগিয়ে আসে। তাদের দেখে ইট ফেলে দিয়ে আমার বুকে লাথি দিয়ে সে গলির মধ্যে পালিয়ে যায়। আমি থানায় মামলা করেছি। আসামিও গ্রেপ্তার হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই ওই শিক্ষার্থীকে মামলার বিষয়ে সহায়তা করা হয়েছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা