× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে ঈদের নামাজ সকাল ৮টায়, থাকছে বিশেষ নিরাপত্তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৪:২১ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৫:২০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সার্বিক নিরাপত্তা আগের তুলনায় কিছুটা বৃদ্ধি করা হয়েছে। জানা গেছে, সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত নিরাপত্তাকর্মী বাড়ানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২২ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের সমন্বয়ে সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন আজাদ, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, অধ্যাপক শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক সাজ্জাদ ইসলাম টিটু, আমজাদ হোসেন, শরিফুল ইসলাম জুয়েল, নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। আমরা কঠোর থেকে কঠোরতার সাথে বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করছি। শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, আবাসিক হল, মেন গেট, পকেট গেটসহ অন্য জায়গাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।'

তিনি জানান, শনিবার ঈদের দিন প্রক্টোরিয়াল বডির সদস্যরা, বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় নিরাপত্তার স্বার্থে টহল দেবেন। বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল প্রবেশ নিয়ে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে ঈদের নামাজ ব্যতীত অন্যান্য সময় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইডি কার্ড নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা