বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
বহিরাগতদের প্রভাবমুক্ত, মাদকমুক্ত এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২১ মে) দুপুর ১টার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে স্থানীয় কয়েকজনকে মাদকসেবনে নিষেধ করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিংকন ও রিয়াজুল। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগ ২০-২৫ জন লিংকন ও রিয়াজুলের ওপর অতর্কিত হামলা চালায়।
এই ঘটনার প্রতিবাদে ‘নিরাপদ ক্যাম্পাস চাই, বহিরাগতদের জায়গা নাই’, ‘লোকালদের ভয়ে প্রশাসন চুপ কেন’, ‘মাদকমুক্ত ক্যাম্পাস চাই’সহ নানা প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী সাজেদুল ইসলাম বলেন ’আমরা দূর থেকে এখানে এসেছি মা-বাবার স্বপ্ন পূরণ করার জন্য। এই স্বপ্নের প্রতিবন্ধকতা যদি সৃষ্টি হয় তাহলে এটি আমাদের জন্য অশুভ সংকেত। আজকে তারা আমাদের দুজন ছাত্রকে আঘাত করেছে, কাল অন্যকে আঘাত করবে। এই বিশ্ববিদ্যালয় বহিরাগতদের জন্য একটি পার্কে পরিণত হয়েছে। অশ্লীলতা এবং টিকটকারদের জন্য একটি স্পট হয়েছে। স্থানীয় বাইকারদের কাছে এই বিশ্ববিদ্যালয় মহাসড়কে পরিণত হয়েছে। কিন্তু এসব নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌলিক দায়িত্ব।‘
মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ’গতকাল ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমরা অবগত হই এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাই। থানায় বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে দুইজনকে আটক করা হয়। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পরে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দিলে মানবন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.