× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশ চাইলে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে : দীপু মনি

নেত্রকোণা প্রতিবেদক

২১ মে ২০২৩ ১৭:২৭ পিএম । আপডেট : ২১ মে ২০২৩ ১৭:৪২ পিএম

রবিবার দুপুরে নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

জ্ঞান-বিজ্ঞানে উন্নত ও স্মার্ট বাংলাদেশ চাইলে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘শিক্ষা-দীক্ষায়, প্রযুক্তিতে ও বিজ্ঞানে উন্নত ও স্মার্ট বাংলাদেশ চাইলে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে। কারণ উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

রবিবার (২১ মে) দুপুরে নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘নকশা অনুযায়ী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন হবে। এর পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আর এর জন্য যা যা করণীয় সবই আমরা করব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হাফসা আক্তার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব এনামুল হক, প্রথম ব্যাচের শিক্ষার্থী ইলিন জাহান উর্মি।

আলোচনা সভার শুরুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আনিস মাহমুদ বক্তব্য প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন।

আলোচনা সভা শেষে সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং শেষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা