ঢাবির আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে বিভাগের শিক্ষার্থীদের সমাবেশ। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগে সান্ধ্যকালীন নাইট কোর্স বা প্রফেশনাল মাস্টার্স কোর্স চালুর প্রতিবাদ ও তা বাতিলের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের আইন অনুষদের মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়। এতে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় তাদেরকে ‘আইন বিভাগে নাইট কোর্স বাতিল চাই’, ‘বঙ্গবন্ধুর আইন বিভাগে শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘শিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য চলবে না’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কাজী রাকিব হোসাইন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের সারা বছরে পর্যাপ্তসংখ্যক ক্লাস নিতে পারেন না। অথচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে ঠিকই সময়মতো হাজির হন। বিভিন্ন ওয়েবসাইটের সাবস্ক্রিপশন সময়মতো রিনিউ করা হয় না। তারা দায়িত্বে অবহেলা করেন। সেখানে প্রফেশনাল মাস্টার্স খুলে টাকা কামিয়ে তারা প্রচুর উন্নতি করে ফেলবেন। একথা আমরা বিশ্বাস করি না। এই পুরোপুরি বাণিজ্যিক উদ্যোগ আইন বিভাগে বাস্তবায়িত হতে দেওয়া হবে না।’
বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘আইন বিভাগে নাইটকোর্স খোলার উদ্যোগ ২০১৭ সালেও নেওয়া হয়েছিল। সার্টিফিকেট ব্যবসার ফার্স্ট এপিসোড ছাত্ররা সফল হতে দেয়নি। এই এপিসোডও সফল হবে না।’
৪৩তম ব্যাচের আরেক শিক্ষার্থী জালাল উদ্দীন বলেন, ‘নাইটকোর্স করে কী উন্নতি হয় তা আমরা দেখেছি। এমন উন্নয়ন আমাদের প্রয়োজন নেই।’
সম্প্রতি আইন বিভাগে সান্ধ্যকালীন নাইট কোর্স বা প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.