× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলেই নারী-পুরুষের সমতা নিশ্চিত হবে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৬:২০ পিএম

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ’ শীর্ষক সেমিনার। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ’ শীর্ষক সেমিনার। প্রবা ফটো

মানুষ হিসেবে সবারই সমান অধিকার লাভের সুযোগ রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হলে মানবাধিকার নিশ্চিত করতে হবে। মানুষ হিসেবে নারীর যে নিজস্ব অধিকার রয়েছে, সেই অধিকার বাস্তবায়নের সুযোগ দিতে হবে। তাদেরকে কোনো শর্তে বেঁধে রাখা যাবে না। গণতান্ত্রিক পরিবেশে সুনাগরিকতার সুযোগ তৈরি করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলেই নারী-পুরুষের সমতা নিশ্চিত  করা সম্ভব হবে বলে একটি সেমিনারে বলেছেন বক্তারা।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) যৌথ আয়োজনে বিভাগে ‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

শুভেচ্ছা বক্তব্যে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল বলেন, ‘একসময় কন্যাশিশুকে পুড়িয়ে, মাটিচাপা দিয়ে হত্যা করা হতো। ইতিহাসের পাতায় আমরা এমন ঘটনা দেখেছি। আমরা যদি রেনেসাঁর কথা বলি- যখন থেকে একটা পুনর্জাগরণ ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের বিকাশ ঘটে তখন থেকে কিন্তু আগের ধারায় ছেদ পড়েছে।

'মানুষ হিসেবে নিজেকে দাবি করে সবাই অধিকার রক্ষায় প্রতিবাদী হয়ে উঠেছে। পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বর্তমানে নারী একটি অবস্থান পেয়েছে। এখনও কিন্তু সমতা আসেনি। নারীরা বিভিন্ন জায়গায় এখনও বঞ্চনার মধ্য দিয়েই যাচ্ছে। এই সময়ে এসেও আমরা নারীর সমতার কথা বলছি। আমাদের সেসব জায়গায় সবাই মিলেই কাজ করতে হবে। সবার মধ্যেই সেই সচেতনতাবোধ থাকতে হবে।’

সেমিনারে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কামালউদ্দিন কবির বলেন, ‘নারীর অধিকার, সমতার কথা আমাদের ইতিহাসেই আছে। আমাদের সংস্কৃতিতেই মিশে আছে। আমাদের চর্চাটা শুধু সেই জায়গায় হচ্ছেনা। আমরা নারীর অধিকার নিয়ে কথা বলছি, নারী পুরুষের সমতা নিয়ে কথা বলছি, একটা গণতান্ত্রিক পন্থায় সমনাগরিকত্বের কথা বলছি। এর চর্চাটা আমাদের ইতিহাস থেকেই করতে হবে। আমরা অর্থগত দিক থেকে একেকজন একেক দিক থেকে চিন্তা করছি। কিন্তু এর যে আসল জায়গাটা সেই জায়গাটায় আমরা যাচ্ছিনা। পুরুষতান্ত্রিকতা থেকে বের হয়ে নারী-পুরুষের সমতা নিশ্চিয় করতে  হলে এর অর্থগত দিকটায় সবারই একত্রিত হতে হবে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি থেকেই এর চর্চা করতে হবে।’

লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার বলেন, ‘নারীর অধিকার, সমতা নিয়ে আমরা শুধুমাত্র হতাশার কথা শুনে আসছি। এখানে আমাদের আশার বাণীও আছে। আমরা পূর্বে যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে এখন অনেকটা উত্তরণের পথে এসেছি। আগে নারী শিশুদের পড়াশোনারও পরিবেশ ছিল না। এখন সরকার অনেকটা কাজ করেছে। বৃত্তির ব্যবস্থা করায় নারীশিক্ষার প্রসার ঘটেছে। এতে নারীর অধিকার নিয়ে সচেতনতাও বেড়েছে। নারী এখন তার অধিকারের কথা বলতে পারছে। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বর্ণনা ভৌমিক বলেন, 'এখন আমরা গণতন্ত্রের কথা বলি, সমনাগরিকতার কথা বলি। কিন্তু যখন নির্বাচনের কথা আসে, ভোটের কথা আসে। তখন প্রার্থী বলতে কিন্তু আমাদের মস্তিষ্কে  একজন পুরুষের অবয়বই ভেসে ওঠে। এই জায়গায় আমাদের মস্তিষ্কে পুরুষতান্ত্রিকতা এখনও জেঁকে বসে আছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই এমন। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পুরুষতান্ত্রিকভাবে চিন্তা না করে আমাদের সমতাত চিন্তা করতে হবে, সাম্যের চিন্তা করতে হবে। মানুষ হিসেবে অধিকারের চিন্তা করতে হবে। নারীর মানুষ হিসেবে অধিকারটুকু নিশ্চিত করা গেলেই নারী-পুরুষের সমতা নিশ্চিত হবে। গণতন্ত্রে সমনাগরিকতা নিশ্চিত হবে।'

বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক শাহনাজ সুমী। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকবৃন্দ। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা