× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় রাবির সাবেক শিক্ষার্থীদের কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৪:০৬ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৪:৫০ পিএম

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। প্রবা ফটো

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। প্রবা ফটো

রাজধানীর উত্তরায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করেছে রাবিয়ান উত্তরা। শনিবার (৩ জুন) রাজধানীর উত্তরায় এভিয়েশন ক্লাবে এক সভায় ৩৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. হাবিবুর রহমান সরদারকে সভাপতি এবং মোহাম্মদ আবু তাহের মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্র মো. মোশাররফ হোসেন বুলবুল।

সাধারণ সম্পাদক আবু তাহের মণ্ডল বলেন, ‘আমাদের সময়টুকু কর্মের মাধ্যমে ধরে রাখতে চাই। এগিয়ে যেতে চাই সবাইকে সঙ্গে নিয়ে, কল্যাণের পথে। সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একই পরিবার হিসেবে দেখতে আমাদের এ যাত্রা।’

কমিটিতে আরও যারা রয়েছেন : সহসভাপতি সৈয়দ কামরুল আহসান, মো. দেলোয়ার হোসেন বাচ্চু, সুনীল কুমার সরকার, মো. সাইফুল ইসলাম, মো. নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন, আনোয়ার হোসেন, মীর আজিজুর রহমান আরিফ, আবদুস সালাম, মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহসাংগঠনিক সম্পাদক এসএম আলাউদ্দিন, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুর রহমান সুমন, সহ-প্রচার সম্পাদক মো. শাহ আলম, দপ্তর সম্পাদক মো. সামসুল মুর্শিদ শিমুল, সহ-দপ্তর সম্পাদক সাগর কুমার উজ্জ্বল, ক্রীড়া সম্পাদক মো. এরশাদুল হক, সহ-ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক লায়লা নুর নিশি, সহ-সমাজকল্যাণ সম্পাদক মিসেস জেবুন্নেসা হাসি, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা খাতুন বিউটি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার পলি, সাহিত্য ও সম্পাদনা বিষয়ক সম্পাদক ড. জুলফিকার আলী, সহ-সাহিত্য ও সম্পাদনা বিষয়ক সম্পাদক মারিয়া মাহমুদ, নির্বাহী সদস্য  লিলিমা খানম, সাইফুজ্জামান লাভলু, হাম্মাদ আলি জোহান, এইচআর হাবিব, ফয়েজুর রাজ্জাক আকন্দ বিপ্লব, আবু সালেহ মো. তারিক হাসান (বিপুল), ওয়াসিম হাবিব বাবলু, রফিকুল ইসলাম, ওমর ফারুক চয়ন, রেজওয়ানুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা