চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২১:৩৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২১:৫৮ পিএম
শিক্ষার্থী নুরুল আমিন। ছবি : প্রবা
হল থেকে নিখোঁজ হওয়ার দুই দিনের মাথায় ঘরে ফিরেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থী নুরুল আমিন। বুধবার (২ আগস্ট) রাত ২টার দিকে তিনি কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে ফিরে আসেন।
নুরুল আমিন সিভাসুর মেডিসিন অনুষদের ২৪তম ব্যাচের ছাত্র। তিনি বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান হলে থাকতেন। মঙ্গলবার হল থেকে বের হন তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যচ্ছিল না। এ ঘটনায় বুধবার চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নুরুল আমিনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইমরান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাত ২টার দিকে নুরুল আমিন তার বাড়িতে গেছে। তবে সে কিছুটা অপ্রকৃতিস্থের মতো আচরণ করছে। গত দুদিন কোথায় ছিল, কী হয়েছে, কিছুই বলতে পারছে না। শুধু বলছে তার পরীক্ষা ভালো হয়নি, তার জীবনে কী হবে। মনে হচ্ছে, পরীক্ষার চাপে তার মানসিক ভারসাম্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে নুরুল আমিন হল থেকে বের হন। সিসি ক্যামেরায় দেখা গেছে, নুরুল আমিন মূল গেট ব্যবহার না করে ছোট গেট দিয়ে বের হন। এই গেটের বাইরে কোনো সিসি ক্যামেরা নেই। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ফোনও বন্ধ ছিল। পরে এ বিষয়ে খুলশী থানায় জিডি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রভোস্ট বলেন, ‘আমরা তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত হয়েছি। খুলশী থানায় বিষয়টি জানিয়েছি।’
এ বিষয়ে নুরুল আমিনের বড় ভাই মো. শহীদুল ইসলাম বলেন, ‘সম্ভবত তার পরীক্ষা ভালো হয়নি। মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই আমরাও বেশি কিছু জিজ্ঞাসা করছি না। বাড়িতে রেস্টে আছে।’