× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাসলাইন বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যুর ক্ষতিপূরণ আদায়ে মামলা লড়ছে জবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ০০:১৭ এএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১১:২৬ এএম

নিহত শিক্ষার্থী মেহেদী হাসান শাওন। সংগৃহীত ছবি

নিহত শিক্ষার্থী মেহেদী হাসান শাওন। সংগৃহীত ছবি

রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে সংস্কারকাজ চলাকালে গ্যাসলাইন বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শাওনের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে আইনি সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আইনজীবী নিয়োগ থেকে শুরু করে মামলার যাবতীয় খরচ বহন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) জবি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি জানান, আমরা শাওনের ব্যাপারে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছি। মামলার রুলিংও হয়েছে। রুলিংয়ের ব্যাপারে এখন যা যা দরকার তা আমরা করব। তার বাবা শুধু স্বাক্ষর করেছেন। আমাদের ছাত্র আমরা সব সময় সাপোর্ট করব।

মঙ্গলবার (১ আগস্ট) মেহেদী হাসান শাওনের পরিবারের ক্ষতিপূরণ নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শাওনের পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ক্ষতিপূরণ দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের বা যে কর্তৃপক্ষের অবহেলায় এ বিস্ফোরণ ঘটেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও আরএফএলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থীর পক্ষে মামলার সব ব্যয় নির্বাহ করছে জবি।

শাওনের বাবা আবদুল লতিফের রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুলসহ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রুল জারির পাশাপাশি হাইকোর্ট দুটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। প্রথমটি হলো কার বা কাদের অবহেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদের নিচে নয়, এমন দুজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে বলেছেন আদালত। আর এ বিস্ফোরণের পর ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানিয়ে আলাদা দুটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ দুটি প্রতিবেদনও ৬০ দিনের মধ্যে দিতে হবে। আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ১১ নভেম্বর দিন রেখেছেন।

এর আগে ১ মে ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে শিশুসহ নয়জন দগ্ধ হন। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ধূপখোলা বাজারে ওয়াসার ঠিকাদারের পানির পাইপ স্থাপনের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিতাস গ্যাসের জরুরি দল ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ করছে।

মেহেদী হাসান শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিস্ফোরণে তার শরীরের ৩০ ভাগ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসকরা। ৬ মে সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে গত সপ্তাহে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন শাওনের বাবা আবদুল লতিফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা