বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১০:৩১ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১১:০৯ এএম
রুদ্রচন্দ্র সরকার। প্রবা ফটো
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রুদ্রচন্দ্র সরকার জবির ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সানজিদা ফারহানা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেমিস্টার পরীক্ষার পর অসুস্থ অবস্থায় রুদ্রচন্দ্র বাড়ি চলে যান। ২২ জুলাই থেকেই তিনি অসুস্থ ছিলেন। প্রথমে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২ আগস্ট রাতে আনা হয় রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালে। প্রথমে ডেঙ্গু হলেও পরে কিডনিতে সমস্যা ও নিউমোনিয়া ধরা পড়ে। বৃহস্পতিবার রাতে তিনি কোমায় চলে যান। পরিবারের সদস্যরা রুদ্রের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে রুদ্রের অকালমৃত্যুতে পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।