× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধাপরাধীদের প্রতি ন্যূনতম সহানুভূতিশীল হওয়ার সুযোগ ছাত্রলীগে নেই: সাদ্দাম হোসেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২২:২৮ পিএম

যুদ্ধাপরাধীদের প্রতি ন্যূনতম সহানুভূতিশীল হওয়ার সুযোগ ছাত্রলীগে নেই: সাদ্দাম হোসেন

যুদ্ধাপরাধীদের প্রতি ন্যূনতম সহানুভূতিশীল হওয়ার সুযোগ ছাত্রলীগে নেই বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শনিবার (১৯ আগস্ট) রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগ আয়োজিত ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ শীর্ষক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বার্তা দিয়েছি যুদ্ধাপরাধীদের পক্ষে ন্যূনতম সংবেদনশীল হওয়ার, মানবতাবিরোধীদের প্রতি ন্যূনতম সহানুভূতিশীল হওয়ার সুযোগ ছাত্রলীগের রাজনৈতিক কাঠামোতে নেই। সেজন্য আমরা প্রত্যেকটি ইউনিটকে নির্দেশ দিয়েছি, যেন প্রত্যেকটি ঘটনাকে এড্রেস করে উপযুক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।’

তিনি বলেন, ‘আমরা সাংগঠনিকভাবে নির্দেশনা দিয়েছি। প্রয়োজন যদি হয় ছাত্রলীগ দেশব্যাপী শুদ্ধি অভিযান পরিচালনা করবে। কোনো স্বাধীনতা বিরোধী, মৌলবাদীদের সাথে ন্যূনতম আপোষ করার সুযোগ ছাত্রলীগের রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নেই।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের দাবির আন্দোলনে সামাজিক, সাংস্কৃতিকভাবে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে জাহানারা ইমামের নেতৃত্বে এবং দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়িত হয়েছে তখনও রাজপথে থেকে ছাত্রলীগ ভূমিকা পালন করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের দীর্ঘ কয়েক দশকের ভূমিকায় সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রেক্ষাপট তৈরি করে করেছে। গণজাগরণের আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এই রাজাকার-আলবদরদের বিচারের জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপ জীবন দিয়েছে। ছাত্রলীগ আদর্শিক প্রশ্নে কখনোই আপোষ করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা