বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৩:০৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৩:২৯ পিএম
আহত শিক্ষার্থী শাহরিয়ার হোসাইন (শাকিল)। প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলক্রসিংয় এলাকায় দোকানির সঙ্গে বাকবিতণ্ডার জেরে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গুরুতর অবস্থায় থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) ভর্তি করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী শাহরিয়ার হোসাইন (শাকিল) বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আগামী ২২ আগস্ট তার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হবে। হাত ভেঙে যাওয়ায় সে পরীক্ষার বিষয়ে শঙ্কিত।
শাকিলের ভাষ্য অনুযায়ী, সে চা খেতে গেলে দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে দোকানির সঙ্গে স্থানীয় আরও কয়েকজন মিলে তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। এ সময় তার পায়ে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। তার মোবাইল ও মানিব্যাগ তারা ছিনিয়ে নেয়। মানিব্যাগে সব মিলিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা ছিল।
আহত শাকিলের বন্ধু যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. নাঈম বলেন, সে আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। ছোট ভাই আশিক তাকে দেখতে পেলে আমাদের ফোন করে। আমরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চমেকে নিয়ে যেতে বলে। তার ডান হাত ভেঙে গেছে। আঘাতের কারণে পুরো শরীর জখম হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারনা, স্থানীয় কর্তৃক চবি শিক্ষার্থীরা মারধরের শিকার হওয়া এটা নতুন কোনো বিষয় নয়। চবি শিক্ষার্থীদের প্রতি জমে থাকা আক্রোশ থেকে তাকে এভাবে মারা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু তৈয়ব জানান, ভোর চারটায় তাকে মেডিকেলে আনা হলে অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুল্যান্সে করে আমরা তাকে চমেকে পাঠিয়ে দেই। শাকিলের ডান হাত ভেঙে গেছে। পায়ে লোহার রড ঢুকিয়ে দেওয়ায় সে হাটতেও পারছে না। তার পিট, কাঁধ, গলার নিচে রক্ত জমাট বেঁধেছে। পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এই বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার বলেন, আমরা অভিযোগ পেলে এই বিষয়ে ব্যবস্থা নিব। এতো রাতে সে রেলক্রসিং এলাকায় গেছে, আমরা শিক্ষার্থীদের সবসময় নিরাপদে থাকতে বলি। এ ঘটনায় আমরা থানায় জিডি করবো।