শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সিলেট অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২০:১০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২০:২৫ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. রিশাদ ঠাকুর নামে এক ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।অ্যাকাডেমিক পড়ালেখা শেষ হওয়ার পরও অবৈধভাবে আবাসিক হলে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, রিশাদ ঠাকুরের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ। তাই তাকে হল বা ক্যাম্পাসে অবস্থান না করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।
রবিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিক চেষ্টা এবং সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে হল কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রিশাদ ঠাকুর ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। অনার্স ফাইনাল পরীক্ষা শেষে তিনি মাস্টার্সে ভর্তি হননি। এরপরও রিশাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন।
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে নুর মো. বায়েজীদ নামে এক ছাত্রকে হলে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠে রিশাদ ঠাকুরের বিরুদ্ধে। এ ঘটনায় গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বায়েজীদ প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, শুক্রবার জুমার পর বায়েজীদকে নিজের কক্ষে ডেকে নেন রিশাদ। সেখানে বায়েজীদকে গালাগালি, মারধর ও মেরে ফেলার হুমকি দেন তিনি।
বায়েজীদের অভিযোগ, ছাত্রলীগের একটি গ্রুপের নেতা রিশাদকে না জানিয়ে গ্রুপের অন্য সহপাঠীদের নিয়ে পৃথক মিটিং করায় তাকে মারধর করা হয়েছে। পরে তিনি সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
রিশাদ ঠাকুরের ব্যক্তিগত ফোন নম্বর দুটোই বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।