× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ

এবার জাবি ছাত্রলীগের সহ-সভাপতিকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২২:১৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

সোমবার (২১ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার নাম- কাজল হাসান মিয়া। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারোর স্থান নেই। নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. কাজল হাসান মিয়াকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ ছাড়া তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতা কাজল হাসান মিয়া বলেন, আমি ২০১৪ সাল থেকে প্রথম সারিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি করি। কেন আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে আমি এখনো অবগত নই। তবে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। তাছাড়া গত ১ আগস্ট আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি সেটিও একটি কারণ হতে পারে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি মুজিবের আদর্শকে ধারণ করি। আমি বিশ্বাস করি একদিন রাজনীতিতে সফল হব। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা