বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৮ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৩ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ৪৩৫ নন্বর কক্ষে রাজু মুন্সিকে না পেয়ে কক্ষটি সিলগালা করে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, যেহেতু তার নামে মামলা আছে, আমরা প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে হলে অভিযান চালিয়েছি। কিন্তু তাকে পাওয়া যায়নি। তার কক্ষটি আমরা সিলগালা করে দিয়েছি। যে সম্ভাব্য জায়গাগুলোয় সে থাকতে পারে সেখানে পুলিশ অভিযান চালাচ্ছে। তাকে পাওয়ামাত্রই গ্রেপ্তার করা হবে।
এর আগে ২৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা রাজু মুন্সির বিরুদ্ধে।
রাজু মুন্সি অ্যাকাউন্টিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের অনুসারী।