× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবিরের মিছিলের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ২৩:৪৪ পিএম

শিবিরের মিছিলের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের মশাল মিছিল। প্রবা ফটো

শিবিরের মিছিলের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের মশাল মিছিল। প্রবা ফটো

রাজধানীর মতিঝিলে ইসলামী ছাত্রশিবিরের মিছিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে ছাত্রলীগ। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘প্রগেসিভ স্টুডেন্টস ফোরাম’ ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করে। মিছিলটি শাহবাগ মোড় ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রশিবিরের আজকের এই মিছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার একটি পদক্ষেপ। আগামীকাল ছাত্র কনভেনশনের লক্ষ্যে তারা এই মিছিল বের করে, যা নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল ক্যাম্পাসে লাশের রাজনীতি কায়েমের চেষ্টার অংশ। ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করে লাশের রাজনীতি কায়েম কর‍তে চায়। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের যেকোনো স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় সক্রিয় ভূমিকা পালন করবে। প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব। 

ঢাবি ছাত্রলীগের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইউসুফ তুহিন বলেন, আমরা ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন চাই না। আজকে মতিঝিলে একদল রাজাকারের দোসর মিছিল করেছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা দেশের কোথাও এমন সাম্প্রদায়িক কাজে দেখা যায়, তাহলে ঢাবি শিক্ষার্থীরা এবং প্রগতিশীল মানুষেরা এর তীব্র প্রতিবাদ জানাবে। 

ঢাকা ইউনিভার্সিটি প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য পারিশা মেহজাবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহসভাপতি রাশেদ হোসেন, উন্মুক্ত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ, জগন্নাথ হল ছাত্রলীগের সদস্য কথক বিশ্বাস জয়। 

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা