× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধের সমর্থনে রাবি ছাত্রদলের দেয়াল লিখন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ২২:১০ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম

অবরোধ সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়াল লিখন। প্রবা ফটো

অবরোধ সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়াল লিখন। প্রবা ফটো

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার অবরোধ সমর্থনে রাজশাহী শহর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়াল লিখন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২ ডিসেম্বর) রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এ তথ্য নিশ্চিত করেন। 

সরেজমিনে দেখা যায়, রাজশাহী শহরের বিভিন্ন ভবনের দেয়াল, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন এবং বাসে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহীর সৌজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রচার করেন। সেখানে লেখা আছে ‘আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন পরিবহণ চলবে না। আপনি ক্রেতা না হলে দোকান পাট খুলবে না। আওয়াজ তুলুন এবার আর ছাড় নেই। ভোটের অধিকার ফেরত চাই।‘

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের তরুণ ভোটাররা গত ১৭ বছর ধরে ভোট দিতে পারে না। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে বাংলাদেশের ১৮ কোটি জনগণসহ সারাবিশ্ব তাকিয়ে রয়েছে। সেই জনপ্রিয় নেতার বক্তব্য প্রচার করতে ভয় করে সরকার।’ 

তিনি বলেন, ‘তারেক রহমানের বার্তা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী-কর্মকর্তার কাছে দেওয়াল লিখনের মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছি। যাতে সাধারণ মানুষের গণপ্রতিবাদ ও প্রতিরোধে এই অবৈধ সরকার বিদায় নেয়। জনগণের সরকার সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা