× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে ছাত্রদলের দেয়াললিখন মুছে দিয়েছে ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২২:১৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ২২:১৫ পিএম

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে দেয়াললিখন মুছে ফেলেন নেতাকর্মীরা। প্রবা ফটো

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে দেয়াললিখন মুছে ফেলেন নেতাকর্মীরা। প্রবা ফটো

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম দফা অবরোধের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন জায়গায় শতাধিক দেয়াললিখন কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। এর পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে দেয়াললিখন মুছে ফেলেন নেতাকর্মীরা।

ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর উদ্যোগে একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেয়াললিখন করা হয়। একাডেমিক ভবন ছাড়াও ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে, কেন্দ্রীয় গ্রন্থাগার ও বাসে বিভিন্ন বার্তা লিখে দেন তারা। এসব দেয়ালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য লেখা হয়েছিল।

সুলতান আহমেদ রাহী বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের তরুণ ভোটাররা ১৭ বছর ধরে ভোট দিতে পারে না। বিএনপির বার্তা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী-কর্মকর্তার কাছে দেয়াললিখনের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। যাতে সাধারণ মানুষের গণপ্রতিবাদ ও প্রতিরোধে এই অবৈধ সরকার বিদায় নেয়।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, ‘ছাত্রদল একটা সন্ত্রাসী সংগঠন। তারা জ্বালাও-পোড়াও ও অত্যাচারে বিশ্বাসী। আমরা এই ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী বাহিনীর চিহ্ন রাখব না। দেয়াললিখনের নামে তারা অপপ্রচার চালাচ্ছে। এ জন্য আমরা তাদের অপপ্রচার মুছে দিয়েছি।’

ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘ছাত্রদল দিনের বেলা আন্দোলন করতে ব্যর্থ হয়ে রাতের অন্ধকারে এসব পোস্টার সাঁটাচ্ছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করাসহ তাদের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আমরা সচেষ্ট আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা