× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজু ভাস্কর্যের কালো কাপড় সরাল ছাত্র ইউনিয়ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের দেওয়া কালো কাপড় সরিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশের নেতাকর্মীরা। শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কালো পতাকা ও ভাস্কর্যে সাঁটিয়ে দেওয়া ব্যানারটি খুলে রাজু ভাস্কর্যকে দৃশ্যমান করেন তারা। বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে ১২ ডিসেম্বর রাতে এই কালো কাপড় ও ব্যানার লাগিয়ে দিয়েছিল ছাত্রলীগ।

 বিজয় দিবস উপলক্ষে আজ বিকালে ছাত্র ইউনিয়নের একাংশের (দীপক শীল নেতৃত্বাধীন) উদ্যোগে একটি আলোকচিত্র প্রদর্শনী হওয়ার কথা ছিল। ওই কর্মসূচি না করে রাজু ভাস্কর্য থেকে কালো কাপড় ও ব্যানার সরানোর কর্মসূচি পালন করে তারা। 

দীপক শীল বলেন, ‘ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের ওপর সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্যকে কালো কাপড়ে ঢেকে দেয় ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়। আজ মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যে মুড়িয়ে দেওয়া কালো কাপড় খুলে আমরা ঘোষণা করেছি যে ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য বিজয় অর্জন না হওয়া পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাবে।’

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘ছাত্রলীগ আমাদের ওপর যে অভিযোগ দিয়ে রাজু ভাস্কর্যকে ঢেকে দিয়েছিল, তা আমরা আজকে অবমুক্ত করেছি।’ 

ক্যাম্পাসে তাদের ওপর হামলার বিষয়ে দলীয় পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এই বিষয়টি আর বাড়াতে চাচ্ছি না। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার জন্য আমাদের যেটুকু জায়গা প্রয়োজন, আমরা সেটি নিয়েই থাকতে চাচ্ছি। তবে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দাবি করছে ছাত্র ইউনিয়নকে ক্ষমা চাইতে হবে, সেটি আমরা কখনোই করব না।’ 

গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে জোটভুক্ত সংগঠনগুলো পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিপুল চাকমাসহ চারজনকে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করে।

মিছিল শেষে সমাবেশ করতে রাজু ভাস্কর্যের সামনে এলে মিছিল থেকে নেতাকর্মীদের একটি অংশ প্রধানমন্ত্রীর ছবি সংবলিত মেট্রোরেলের প্রতিকৃতিতে ভাঙচুর করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। সেদিন রাতেই ছাত্র ইউনিয়নের কর্মকাণ্ডকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবাদে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ডেকে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা