× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে সাইকেল চুরি করতে এসে দুই কলেজছাত্র আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম

চুরির অভিযোগে আটক দুই কলেজছাত্র। প্রবা ফটো

চুরির অভিযোগে আটক দুই কলেজছাত্র। প্রবা ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাইকেল চুরি করতে এসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে দুই কলেজছাত্র। মঙ্গলবার (২৩ জানুয়ারি) শিক্ষার্থীদের সহায়তায় উপাচার্য ভবনের সামনে থেকে ওই দুজনকে আটক করে নিরাপত্তা শাখায় নেওয়া হয়।

আটকরা হলেন, তাফসির ইমন এবং শাহরিয়ার আকন্দ সাদ। তারা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

বাকৃবি নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভেটেরিনারি অনুষদের সামনে ইমন ও সাদ সাইকেলের তালা কেটে সাইকেল চুরির চেষ্টা করে। কিন্তু আশপাশে লোক দেখে তালা কেটে রেখেই পালিয়ে যায় তারা। পরে ভেটেরিনারি অনুষদের কয়েকজন শিক্ষার্থী নিরাপত্তা শাখায় সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করেন। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে তাদের ধরে ফেলে। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মারধরের পর্যায়ে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ইমন এবং সাদকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে যায়। তাদের ব্যাগ থেকে তালা কাটার বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া যায়। এ ছাড়া তাদের ফোনে চুরি হওয়া সাইকেলের ছবি, ভিডিও ও লেনদেনের তথ্য পাওয়া গেছে।

নিরাপত্তা শাখার তথ্য মতে, আটক দুজনের কাছ থেকে নগদ ২১ হাজার ৬০০ টাকা, দুটি কাটা তালা, তালা কাটার যন্ত্র, দুটি মোবাইল ও বেশকিছু পুরোনো চাবি পাওয়া গেছে। 

এ বিষয়ে বাকৃবি নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা তাদের কোতোয়ালি থানার কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ এবং কোতোয়ালি থানায় তাদের জিজ্ঞাসাবাদ শেষে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

এ বিষয়ে কথা বললে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক উপদেষ্টার কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এমন ছাত্র যারা কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাদের কলেজে রাখার প্রশ্নই আসে না। আমরা শিক্ষকরা জরুরি ভিত্তিতে আলোচনা করেছি। এরপর তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে। পরে কলেজের নিয়মানুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘আটকদের কাছ থেকে তথ্য নিয়ে চুরি যাওয়া সাইকেল উদ্ধার করা আমাদের প্রধান উদ্দেশ্য। যেসব শিক্ষার্থীর সাইকেল উদ্ধার করা সম্ভব হবে না, তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আংশিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা