× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলন নস্যাৎ করার অভিযোগে চবিতে শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৭ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনকে নস্যাৎ করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক সমিতি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির নেতারা। এর পাশাপাশি শিক্ষক সমিতির ‘সংবাদ প্রদর্শনী’ চলমান ছিল।

শিক্ষক সমিতির দাবি, প্রশাসন কর্তৃক শিক্ষক সমিতির আন্দোলনকে নস্যাৎ করতে ৭ ফেব্রুয়ারি রাতে সংবাদ প্রদর্শনীস্থলের স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি রাতের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমাদের আন্দোলনকে নস্যাৎ করার এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামী দুই দিন বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

তদন্ত কমিটির সদস্য সচিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা আজকে বিষয়টা নিয়ে বসেছি। প্রাথমিক আলোচনা হয়েছে কীভাবে এটার সুষ্ঠু তদন্ত করা যায়। ঘটনার সুষ্ঠু তদন্তে আমরা ওই দিনের সিসিটিভি ফুটেজ চাইব চবি প্রক্টরের কাছে। অতি দ্রুতই আমরা তদন্ত রিপোর্ট দেওয়ার চেষ্টা করব।’

শিক্ষক সমিতির অভিযোগ ও প্রতিবাদ সমাবেশের বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর ড. নুরুল আজিম শিকদার বলেন, ‘আমরা তাদের আন্দোলনে কখনও বাঁধা দিইনি। আমাদের কাছে এ ধরনের কোনো ইনফরমেশন নেই। আমরা এ বিষয়ে অবগত নই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা