× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইইউর ৫৮ শতাংশ শিক্ষার্থী নারী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৯:৫৭ পিএম

সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত

সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) নারীরা পড়ালেখা এবং কর্মস্থল-দুই জায়গাতেই সমানতালে পুরুষের চেয়ে এগিয়ে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে শতকরা ৫৮ শতাংশ ছাত্রী অধ্যয়ন করছে।

রবিবার (১০ মার্চ) সকালে নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির বক্তারা।

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘নারীর আত্মপরিচয়ই তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীরা এখন যথেষ্ট সাফল্য বয়ে আনছে। প্রতিটি সেক্টরে তাদের অবাধ বিচরণই বলে দিচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ হবে ‘দুরন্ত বাংলাদেশ’।

সিআইইউর যৌন হয়রানি বিরোধী কমিটির আহ্বায়ক সার্মেন রড্রিক্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব লর সহকারি ডিন নাজনীন আক্তার, সিআইইউর ফ্যাকাল্টি মেম্বার- ড. রোবাকা শামসের, সহকারি অধ্যাপক লিমা সেন গুপ্ত, প্রভাষক তামান্না বিনতে জামান, জ্যেষ্ঠ গ্রন্থাগারিক সাকিনা সুলতানা, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন প্রমুখ।

এই সময় সিআইইউর বিভিন্ন অনুষদের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে কেক কেটে নারী দিবস উদযাপন করেন সিআইইউর নারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা