× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৪৬ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৩:৩৭ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৬:০৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘সি’  ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা। ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা। ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘সি’  ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৪৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ফল প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ‘সি’ ইউনিটে মোট চূড়ান্ত আবেদন করেন বিজ্ঞান অংশে ৭৪ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছিলেন, ৬১ হাজার ১১৯ জন, অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৫৮ জন। পাস করেছেন, ২৮ হাজার ৯১ জন, ফেল করেছেন, ৩২ হাজার ৬৫৮ জন। উত্তরপত্র বাতিল হয়েছে ৩৬৬ জনের। এ ছাড়াও এক্সফেল হয়েছে চারজন শিক্ষার্থী।

পরীক্ষায় অ-বিজ্ঞান অংশে পাশের হার ৮০ দশমিক ৬ শতাংশ। আবেদনকারীর সংখ্যা ছিল ১ হাজার ৭৭৮ জন। উপস্থিত ছিলেন, ১ হাজার ৬৯৭ জন, অনুপস্থিত ৮১ জন। পাস করেছেন ১ হাজার ৩৬৮ জন, ফেল করেছেন ৩২৭ জন। এ ছাড়াও খাতা বাতিল হয়েছে একজন শিক্ষার্থীর।

এ বছর ‘সি’ ইউনিটের বিজ্ঞান অংশে সর্বোচ্চ নম্বর ৯৬ এবং অ-বিজ্ঞান অংশে ৮৭।

ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা