× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাম্বারের পাশে নারীরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৬:৩১ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৬:৫৯ পিএম

অ্যাম্বারের পাশে নারীরা

হলিউড অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ড। যার ফলে তিনি তার কাজ এবং খ্যাতি হারান। এ নিয়ে জনি তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন। কয়েক সপ্তাহের কঠোর বিচারের পর জনির পক্ষে রায় এসেছে।

মামলায় রায় হওয়ার পরও অ্যাম্বার হার্ড নেটদুনিয়ায় ক্রমাগত বুলিংয়ের শিকার হচ্ছেন। এবার তার পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন নারীবাদী সংগঠনের ১৩০ জন। যারা একুয়াম্যান অভিনেত্রীর পক্ষে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন।

বেশকিছু নারীবাদী সংগঠন ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন এবং উইমেনস মার্চ জনি ডেপের বিরুদ্ধে আনা নারী নির্যাতন মামলায় অ্যাম্বার হার্ডের প্রতি সমর্থন প্রকাশ করেছে।

তারা বলেছে, ‘অ্যাম্বার হার্ডকে গৃহনির্যাতন ও যৌন নির্যাতন করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে; যা মামলাকে বিনোদনের উপাদান হিসেবে দাঁড় করিয়েছে।’

তারা আরও বলেছে, ‘অ্যাম্বার হার্ডের মতো নির্যাতিত নারীদের দোষারোপ সংস্কৃতি সমাজে এখনও চলমান আছে। হার্ডের রায় ঘিরে এখনও আলোচনা-সমালোচনা হচ্ছে, যৌন নির্যাতন ও স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্কের ব্যবধান গুলিয়ে ফেলা হচ্ছে যার ক্ষতিকর প্রভাব কল্পনাতীত।’

‌‌‘মিথ্যাচারের মাধ্যমে নির্যাতিতদের হুমকি ও সম্মানহানি করার মাত্রা বেড়ে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করছি’, যোগ করেন তারা।

এর আগে অভিনেতা জনির পক্ষে রায় আসার পর অ্যাম্বার হতাশা নিয়ে বলেছিলেন, ‘নির্যাতিত হয়ে কথা বললে একজন নারীর পক্ষে সমাজ কতটা কঠিন হতে পারে তা দেখলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা