× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলার কিংবদন্তি খেতাবটি আমার জন্য গর্বের : শ্রীলেখা

মহিউদ্দিন আলী মাহি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:১২ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৮:০৪ পিএম

বাংলার কিংবদন্তি খেতাবটি আমার জন্য গর্বের : শ্রীলেখা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার বাবার বাড়ি বাংলাদেশের ফরিদপুরে হলেও তিনি এখন কলকাতার অভিনেত্রী। পশ্চিমবাংলার পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার সমান জনপ্রিয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তরা তাকে দিদি বলে ডাকেন। এবার এই অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন অর্জন যুক্ত হলো। ‘বাংলার কিংবদন্তি’ খেতাব পেয়েছেন তিনি।

এই সম্মাননা পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শ্রীলেখা। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি নাকি লিজেন্ড অব বেঙ্গল! নিন্দুকরা শুনছ/শুনছেন?’

শ্রীলেখা সবসময়ই একটু আলাদা। নিজের মনের মতো করে বাঁচতে পছন্দ করেন তিনি। তাই নিজের ক্যারিয়ারের এমন অর্জন কীভাবে দেখছেন? তা নিয়ে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে।

মুঠোফোনে শ্রীলেখা বলেন, ‘প্রতিটি অর্জনই আমার কাছে উপভোগের এবং সম্মানের। আমি শিশুদের মতো এসব অর্জন উপভোগ করি। কারণ এই অর্জনগুলো আমাকে আগামীতে কাজের ক্ষেত্রে আরও বেশি শক্তি যোগায়। তাই এটা আমার জন্য গর্বের এবং ভালোবাসার।’ 

এসময় বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেন দুই বাংলার এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বাংলার মেয়ে। বাংলা ভাষার মানুষ আমার আপনজন।' 

 

এদিকে ভারতীয় গণমাধ্যমে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থার পক্ষ থেকে কৃষ্ণা পাল শ্রীলেখার এই অর্জন নিয়ে জানান, ‘শ্রীলেখা মিত্র শুধু একজন ভালো অভিনেত্রীই নন, তিনি বড় মনের মানুষ। সমাজের প্রতি তার একটি দায়িত্ব রয়েছে। যার প্রমাণ আমরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। অন্যায়কে কখনওই প্রশ্রয় দেন না তিনি। প্রতিবাদ করেন, জানান নিজের মতামত। বিশেষ করে তার পশুদের প্রতি প্রেম তাকে অভিনেত্রীর বাইরে অন্য এক মানবিক পরিচয় দিয়েছে, যা সবার কাছে প্রশংসিত। সেই কারণেই শ্রীলেখাকে এই সম্মান প্রদান করা হয়েছে।’

কাউকে তোয়াক্কা না করা স্বভাবের শ্রীলেখা অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব থাকেন, যা নিয়ে বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান ‘কাঁটাতার’ খ্যাত এই অভিনেত্রী। সমাজের প্রতি যে তার দায়বদ্ধতা আছে এবং সেটা নিয়ে যে তিনি যথেষ্ট সচেতন, তা নিয়মিত তার লেখা এবং কাজ থেকে বারংবার ধরা পড়ে। আর সেই কারণেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানান কৃষ্ণা পাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা