× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনির বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা তুলে নিচ্ছেন অ্যাম্বার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৪:২৬ পিএম

জনির বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা তুলে নিচ্ছেন অ্যাম্বার

হলিউডের প্রাক্তন জুটি জনি ডেপ-অ্যাম্বার হার্ডের বিচ্ছেদ ও তারপর মামলা-ছিল চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলায় জয়লাভ করেন জনি ডেপ। আদালতের নির্দেশ অনুযায়ী ডেপকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে। মামলায় হেরে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রীর। এরপরই নেটমাধ্যমে দীর্ঘ পোস্ট করে জনির বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন অ্যাম্বার।

জনির বিরুদ্ধে মামলা লড়তে গিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলেছেন অ্যাম্বার। জানিয়েছেন, তার সব সঞ্চয় শেষ। অভিনেত্রী অ্যাম্বার হার্ড নেটমাধ্যমে দীর্ঘ পোস্টে জানিয়েছেন, ‘প্রাক্তন স্বামীর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার নিষ্পত্তির জন্য আমি অনেক চিন্তাভাবনা করেছি। এবার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই জানিয়ে রাখি, আমি এ পথে আসতে চাইনি। শুধু নিজের সত্যরক্ষা করতে আইনি সাহায্য নিয়েছিলাম।’

পোস্টে আরও যোগ করেছেন, ‘আর এটা করতে গিয়েই আমার জীবন শেষ হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় আমি যে অপমানের মুখোমুখি হয়েছি, যা আধুনিক যুগে নারীদের প্রতি নির্মমতার নতুন সংস্করণ। এখনও এসবকিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ আছে, যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিছু শর্তে আমি সম্মতি জানাতে পারি।’

আমেরিকার বিচারব্যবস্থার ওপর আস্থা হারানোর বিষয়টিও উল্লেখ করেন অ্যাম্বার। তিনি দাবি করেছেন, ইংল্যান্ডের আদালতে অনেক বেশি সম্মানের সঙ্গে মামলা লড়া যায়। সেখানকার বিচারপদ্ধতিও সঙ্গত, সত্যনিষ্ঠ বলে দাবি করেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, ‘যখন ব্রিটেনের এক বিচারকের সামনে দাঁড়িয়েছি, তখন এক শক্তিশালী, নিরপেক্ষ এবং ন্যায্য বিচার পেয়েছিলাম আমি।’

২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন জনি এবং অ্যাম্বার। ২০১৬ সালের মে মাসে অ্যাম্বার জনির কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। জনির প্রাক্তন স্ত্রী-এর অভিযোগ ছিল, মাদক খেয়ে ভাঙচুর চালাতেন অভিনেতা, মারধরও করতেন! প্রমাণ হিসেবে নিজের ও জনির কিছু ছবিও পেশ করেন তিনি। জনির কাছ থেকে ৭০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দাবি করেন অ্যাম্বার সেইসময়।

উল্লেখ্য, ২০২০ সালে সেই মামলায় হেরে যান জনি। এদিকে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' এবং 'ফ্যানটাস্টিক বিস্টস'-এর মতো বিখ্যাত সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয় জনিকে। বিজ্ঞাপন থেকেও সরিয়ে দেওয়া হয়। তারপরই অ্যাম্বারের বিরুদ্ধে পালটা মানহানির মামলা করেন জনি। এই জোড়া মামলার শুনানিতে প্রাক্তন দম্পতির মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়ি হয়।

আদালত ওই মামলার রায় হিসেবে মেনে নেয়, জনিকে মানহানি করার চেষ্টা করেছে অ্যাম্বার। আদালতের নির্দেশ অনুযায়ী ডেপকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছে, আর্থিক অবস্থা ভালো নয় অ্যাম্বারের। ১০ মিলিয়ন ডলার দেওয়ার ক্ষমতা নেই তার পক্ষে। এত দিন পর অ্যাম্বার তার নিজের তরফের মামলা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা