× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক মাত্র ১১ রুপি!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:৩৫ পিএম

অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক মাত্র ১১ রুপি!

দেশ ও দেশের বাইরে তুমুল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এত জনপ্রিয়তা পেলেও ব্যক্তিমানুষ হিসেবে তিনি ভীষন সাধারন। এমনটাই জানালেন কলকাতার নির্মাতা শ্রীজাত। সম্প্রতি এই নির্মাতা জানালেন অরিজিৎ প্রসঙ্গে বলেন, তার নির্মিত প্রথম ছবি ‘মানবজমিন’ এর একটি গানে মাত্র ১১ রুপি পারিশ্রমিক নিয়েছেন অরিজিৎ। ‘মন রে কৃষিকাজ জানো না’ শিরোনামের গানটি এরই মধ্যে ম্িুজিক টপচার্টে জায়গা করে নিয়েছে। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান শ্রীজাত। তিনি বলেন,  “যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি, ও বলল-না, ‘আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না’। আমি পাল্টা বলি, নিতে তো হবেই ভাই। এরপর জবাব এল, ‘আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আমি তো ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাচ্ছি, তখন তুমি আমাকে ১১টাকা দিয়ে দিও। আমি বললাম, দেখো এর (মিউজিক রাইটস) তো সনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় অরিজিৎ বলল, 'আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে।”

অরিজিৎ সিং-এর জীবন-দর্শন সবার চেয়ে আলাদা সেকথা বারবার বলেন শ্রীজাত। তিনি বলেন, ‘অরিজিৎ সিং-এর জীবনযাপন এত বেশি সাদামাটা যা এই স্তরের খ্যাতিলাভের পর বজায় রাখা খুব মুশকিল, প্রায় অসম্ভব। এই জন্য আমি বলি অরিজিৎ সিং-কে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না’।

এরপর অরিজিৎ সিং-এর সঙ্গে সাক্ষাৎ-এর আরও একটি ঘটনা প্রকাশ্যে আনেন শ্রীজাত। সাক্ষাৎকারে শ্রীজাত বলেন, ‘একদিন খুব গরম ছিল। ও আমার বাড়িতে এল, আমি এসি চালালাম। তখন ও বলল, এসি চালাচ্ছো কেন? অনেক বিল উঠবে তো! পরিবেশ নষ্ট হবে না? অবশেষে এসি বন্ধ করে দিল। তারপর বলল, শ্রীজাতদা তুমি কি ছোটবেলায় এসি-তে মানুষ হয়েছো? তাহলে এখন কেন এসি লাগছে?’

অরিজিৎ সিং-কে যত দেখেন মুগ্ধতা ততই বাড়ে- অকপটে বললেন শ্রীজাত। তিনি জানান, তিন মাস ধরে পান্নালাল ভট্টাচার্য এবং ধনঞ্জয় ভট্টাচার্যের গলায় ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি শুনে একরাতে রেকর্ড করেছেন অরিজিৎ। আর বলার অপেক্ষা রাখে না প্রতিবারের মতোই অরিজিতের গায়েকিতে বুঁদ সকলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা