× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার বিকেলের মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের উচ্ছ্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৭:৫০ পিএম

শনিবার বিকেলের মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের উচ্ছ্বাস

প্রায় চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে দেশে মুক্তির অনুমতি পেতে যাচ্ছে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। শনিবার (২১ জানুয়ারি) সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানির পর এমন আশাবাদই ব্যক্ত করলেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, 'আপিল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

যদিও সেন্সর বোর্ডের তরফে এখনও ছাড়পত্র মেলেনি কিংবা পাননি আনুষ্ঠানিক কোনো চিঠি। তবে নির্মাতা বলছেন,‘সেন্সর বোর্ড থেকে হয়তো ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না।’

এদিকে শনিবার বিকেল মুক্তির আনন্দে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে খুশির বন্যা। অনেক নির্মাতা ও তারকারা শনিবার বিকেল মুক্তির আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন। 

তারকাদের ফেসবুক পোস্টে  'শনিবার বিকেল '


নির্মাতা অমিতাভ রেজা উচ্ছ্বাস প্রকাশ করে তার ফেসবুকে লিখেছেন,  যাক আমরা পেরেছি শেষ পর্যন্ত...

রেদওয়ান রনি শনিবার বিকেল মুক্তির আনন্দে তার ফেসবুকে লেখেন,  ’এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেনো কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয়দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই। আপিল কমিটির রায়ের পর সরয়ার ফারুকী বস। একজন ফিল্মমেকারের দীর্ঘদিন ধরে পুষে রাখা কষ্টের অভিব্যক্তি আজ বিজয় হয়ে আসলো সবার সামনে তবে এরকম যেন না হয় সেই সতর্কতাও জরুরী ।অভিনন্দন...’

নুসরাত ইমরোজ তার ফেসবুকে শুকরিয়া আদায় করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ! শনিবার বিকেল আসছে যে কোনো সময়'।

মনিরা আক্তার মিঠু লিখেছেন, "শনিবার বিকেল" সিনেমা আমরা দেখতে পাবো!! আহা, কি আনন্দ.! কিন্তু সিনেমা যদি আমাদের হতাশ করে তাহলে  আমরা হেরে যাবো "ফারাজ" এর কাছে। আশা করি এমনটা হবে না মোস্তফা সরয়ার ফারুকী  ভাই!”

দীর্ঘদিনের এই শ্বাসরুদ্ধ অপেক্ষা শেষে মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে লিখেছেন, 'কেমন অনুভূতি হয় যখন আপনি দেখেন সারা দুনিয়া ছুটে চলেছে আর আপনি একাই থেমে? ভীষণ অপ্রয়োজনীয় লাগে নিজেরে! এই কয় বছর তাই লাগছিলো। 

বাইরে থেকে কি মনে হয় জানিনা, ভেতরে ভেতরে শিল্পীদের মতো একাকী মানুষ আর কেউ নাই! গত চারবছর ধরে শনিবার বিকেল নিয়ে যখন স্ট্রাগল করতেছিলাম, তখন নিজেরে অদরকারী ভাবার সাথে যে অনুভুতিটা আমাকে গ্রাস করতো সেটা হলো একাকীত্ব। 

কিন্তু এই কয় মাস শনিবার বিকেলের মুক্তির দাবিতে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের কলিগ, আমাদের দর্শক ভাই-বোন এবং সমাজের সব স্তরের মানুষ যেভাবে কন্ঠ উঁচু করেছেন, তাতে আমি আর একা বোধ করি নাই। মনে হয়েছে আমি অনেকের সাথে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটার মুক্তির জন্য নেপথ্যে যে ভাই-বোনেরা কাজ করেছেন তাদের সবাইকে সালাম। পত্র-পত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা। 

আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপীল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। উনারা হয়তো উনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ফারাজের সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। 

এই সুযোগে আমি আপীল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। শেষে একটা কথা বলতে চাই, আমার মতো এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেনো কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয় দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই। সবাই ভালো থাকবেন। আমি এখন একটু ঘুমাবো! '

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা