× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

৫ দিনে ৫০০ কোটির ক্লাবে পাঠান

প্রবা প্রতিবেদন

৩০ জানুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম । আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৬:৪৩ পিএম

সারা বিশ্বে চলছে পাঠান ঝড়। গত ২৫শে জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমাটি। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করে নিয়েছে ৫০০ কোটি রুপির বেশি। আর এই তথ্য  নিজস্ব ভ্যারিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন, বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। মুক্তির চতুর্থদিনেই শাহরুখ খান টেক্কা দিয়েছেন আলোচিত ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমাকে। 

বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে রবিবার পর্যন্ত পাঁচ দিনে পাঠান আয় করেছে ৫৫০ রুপির বেশি। বক্স অফিস বিশেষজ্ঞরা আশা করছেন শিগগির ‘পাঠান’-এর আয় ৭০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমাও পাঠান। মুক্তির প্রথম দিন, অর্থাৎ ২৫ জানুয়ারি কেবল ভারতের প্রেক্ষাগৃহ থেকেই আয় করেছে ৫৫ কোটি রুপি।

পাঁচ দিনে শুধু ভারতেই ‘পাঠান’ আয় করেছে ২৮০ কোটি রুপি। সবচেয়ে কম সময়ে ভারতের প্রেক্ষাগৃহ থেকে ২০০ কোটি রুপি আয়ের রেকর্ডও গড়েছে ‘পাঠান।’

এদিকে শাহরুখ খানের কামব্যাক সিনেমা প্রত্যেক দিনই ইতিহাস রচনা করছে। প্রেক্ষাগৃহ ছাড়িয়ে এবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে প্রদর্শিত হলো 'পাঠান'।

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘পাঠান ব্লকবাস্টার। স্টাইল, স্কেল, গান, অ্যাকশন, চমক... পাঠান-এ সব কিছুই রয়েছে। সিনেমা হিট কিংবা আয়ের দিক থেকে পাঠান সেরা। 

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা