× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শনিবার বিকেল’ দ্রুত মুক্তি দিন : আসম রব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম

‘শনিবার বিকেল’ দ্রুত মুক্তি দিন : আসম রব

স্বাধীনতার পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি করেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

ছবিটি দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। সেন্সর জটিলতা কাটিয়ে দ্রুত মুক্তি দিয়ে জাতিকে লজ্জা থেকে পরিত্রাণের আহ্বান জানিয়েছেন তারা।

তারা বলেন, ‘আত্মত্যাগ ও বীরত্ব নিয়ে নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিটিতে দেশের গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশ্বের নামকরা তারকারাও যুক্ত। প্রায় সাড়ে তিন বছর ধরে টালবাহানা করে সেন্সর জটিলতায় আটকে রাখা হয়েছে দেশের এই ছবিটি। এর পরও ছবিটির পরিচালক সব ঝড়ঝঞ্ঝা ও দুঃখ-বিপর্যয়ের মাঝেও অটল ও অবিচলিত হয়ে দাঁড়িয়ে আছেন ছবিটির মুক্তির আশায়। তবু ছবিটি আটকে দেওয়ার বেআইনি নাটকীয়তার কোনো শেষ হচ্ছে না।’

এ ঘটনা শিল্পমাধ্যমের প্রতি সরকারের অন্যায় আচরণ ও অযাচিত হস্তক্ষেপ। এটা চলচ্চিত্রের মতো বিশ্বনন্দিত উচ্চতর মাধ্যমের মহিমা খর্ব করার অপপ্রয়াস বলে দাবি করেন আসম আবদুর রব।

তারা আরও বলেন, ‘দেশের তথাকথিত ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার আশঙ্কায় সরকার ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তি না দিয়ে দেশের মর্যাদাই ক্ষুণ্ন করেছে। ‘শনিবার বিকেল’-এর মতো বাস্তবতার নিরিখে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক বিশ্বে প্রশংসিত হচ্ছে। ছবিটি মুক্তি পেলে নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এমনকি ধর্মীয় সহিষ্ণুতার ব্যাপারেও সিনেমাটি জোরালো আবেদন তৈরি করবে। ‘শনিবার বিকেল’ সিনেমাটি সেন্সরের নামে পরীক্ষা-নিরীক্ষা এবং তথ্য মন্ত্রণালয়ের নানা অপকৌশল ও অপ্রয়োজনীয় নাটকের সমাপ্তির মাধ্যমে অবিলম্বে ছাড়পত্র প্রদান করার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, হোলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাসবাদের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। বাংলাদেশ-ভারত-জার্মান তিন দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এ সিনেমা। বাংলা ছাড়াও ইংরেজি ভাষায়ও দেখানো হবে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা, মামুনুর রশীদ, নাদের চৌধুরী এবং অস্কারে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা