× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার পাশে সানি লিওন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৮ পিএম

বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার পাশে সানি লিওন

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক ও সিরিয়া। দেশ দুটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। ৮৪ হাজারেরও বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিধ্বস্ত দেশ দুটির জন্য সরবরাহ করা হচ্ছে ত্রাণসমগ্রী। এবার সেই কাজে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। জানালেন, তার প্রসাধনী সংস্থার আয়ের একটা অংশ  দুই দেশের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য পাঠাবেন তিনি। 

৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমিকম্প হয়। ভয়াবহ এই ভূমিকম্পে পর্যায়ক্রমে বাড়তে থাকে মৃতের সংখ্যা। স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর দুই সপ্তাহ পরই আবারও ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। নতুন এই কম্পনে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার একটি ভিডিও বার্তার মাধ্যমে সহযোগিতার ঘোষণা দেন। যেখানে সানিকে বলতে শোনা যায়, ‘আমার প্রসাধনী সংস্থা ‘স্টারস্ট্রাক বাই এসএল’-এর আয়ের ১০ শতাংশ আমরা তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করব। কারণ প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় সবাই একত্রিত হয়ে কাজ করলে খুব অল্প সময়েই তাদের নতুন একটি সুন্দর ও ব্যস্ত জীবন উপহার দেওয়া সম্ভব। তাই চলুন সবাই তাদের পাশে দাঁড়াই।’

শুধু সানিই নন, তার এই কাজে পাশে রয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সমাজমাধ্যমে অর্থ সাহায্য ঘোষণা করার পরে ড্যানিয়েল তার টুইটারে লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ার মানুষ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মনুষ্যত্বের খাতিরে আমাদের উচিত, তাদের পাশে দাঁড়ানো।’

সানি ও ড্যানিয়েলের এই সিদ্ধান্ত নেটিজেনদের বেশ মনে ধরেছে। প্রশংসার পাশাপাশি অনেকেই আবার নিজেদের অ্যাকাউন্টে সানির ভিডিও শেয়ার করে বার্তা দিয়েছেন সহযোগিতার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা