× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচারবিমুখ অর্ষা

মহিউদ্দিন মাহি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৯ পিএম

প্রচারবিমুখ অর্ষা

গল্পনির্ভর নাটক-সিনেমায় অভিনয় করে অনেক আগেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন অভিনেত্রী ও মডেল নাজিয়া হক অর্ষা। অভিনয়গুণে দর্শকমনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এখন নির্মাতাদের আগ্রহের শীর্ষে। যার ফলে বছরের শুরু থেকেই ব্যস্ত অর্ষা। নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। যার নাম ‘জাহান’। এটি মুক্তি পেয়েছে ২৬ জানুয়ারি একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে। পরিচালক আতিক জামানের পরিচালনায় এই সিরিজ দিয়ে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন অর্ষা। 

এ ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘ওয়েব সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ। সুন্দর একটি গল্পে নতুন একটি চরিত্রে কাজ করে আমি বেশ আনন্দিত। বলতে গেলে একেবারেই নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছিলাম। দর্শকদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’ 

দেশের ডিজিটাল প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি। অর্ষা বলেন, ‘আমাদের দেশে ওটিটির যাত্রা শুরু হয়েছে মাত্র কয়েক বছর হলো। এখনই এর ভালো-খারাপ নিয়ে কথা না বলার সময় আসেনি বলে মনে করি আমি। বহির্বিশ্বে আমাদের কাজের পরিধি কতটা, সেটা নিয়ে ভাবা উচিত। ইতোমধ্যেই আমাদের বেশকিছু কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এগুলো অবশ্যই ভালো দিক। কারণ মার্কেট ওপেন, আপনি ভালো কিছু নির্মাণ করলে সেটি অবশ্যই সবার ভালো লাগবে।

তবে আপনি যদি আমেরিকান প্ল্যাটফর্ম কিংবা ভারতীয় প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের তুলনা করেন, তাহলে অবশ্যই ভুল করছেন। তাদের বাজেটের সঙ্গে আমাদের বাজেট ও টেকনোলজির মিল আকাশ-জমিন তফাত। আমরা চাইলেই একটা গল্প নির্মাণ করতে পারি না। শুরুতেই আমাদের খরচের জায়গায় ছাড় দিয়ে একটা বিশাল বোঝা মাথায় নিয়ে কাজ শুরু করতে হয়। এই চিন্তা মাথায় নিয়ে কীভাবে নির্মাতারা দর্শকদের ভালো কাজ উপহার দেবেন? তার পরও যেসব কাজ দেশের প্রেক্ষাপটে নির্মাণ হচ্ছে, সেগুলো অবশ্যই প্রশংসনীয় ও দর্শকপ্রিয়। এ ছাড়া বিদেশি প্ল্যাটফর্মগুলোর ভিজিটর বিশ্বজুড়ে বিস্তৃত। কিন্তু আমাদের দেশের অনেকেই এখনও জানে না কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে ওয়েব সিরিজ দেখতে হয়। সবকিছু মিলিয়ে আমাদের এখনও ১০-১৫ বছর সময় লাগবে ওটিটি থেকে ভালো একটি রেজাল্ট পেতে।’

 এ সময় নিজের কাজের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী আরও বলেন, ‘আমি সব সময় প্রচারবিমুখ একজন মানুষ। কোনো কিছু শেষ না করা পর্যন্ত অন্য কাজের বিষয়ে কথা বলতে আমার ভালো লাগে না। তাই নতুন কাজ শেষ করেই সে বিষয়ে সব সময় আমি কথা বলি।’ 

নাজিয়া হক অর্ষা একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। ১০০টিরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন। বেশ কয়েকটি চলচ্চিত্র ও টেলিফিল্মেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ তৃতীয় রানার-আপ বিজয়ী হয়ে মিডিয়াতে পা রাখা এই অভিনেত্রীর জনপ্রিয় নাটক-সিনেমার তালিকায় রয়েছে বেশকিছু কাজ। এ ছাড়া ওয়েব ফিল্মও করেছেন কিছু। তার মধ্যে ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সাবরিনা’ তাকে নতুন করে আলোচনায় এনেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা