বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গসংগঠন হাকিম আলী গায়েন থিয়েটার। এটি মানিকগঞ্জের গোলাইডাঙ্গা গ্রামে অবস্থিত একটি প্রসিদ্ধ নাটকের দল। এ থিয়েটারের আয়োজনে ২০০৪ সাল থেকে নাটগীত গীতনাটের মেলা হয়ে আসছে। এ মেলা কেন্দ্র করে প্রতিবছর দেশি ঐতিহ্যবাহী নাটক, পালা, গান, নৃত্য নিয়ে গ্রামবাসীর অংশগ্রহণে এক বর্ণিল আসর বসে।
প্রথম দিকে হাকিম আলী গায়েন থিয়েটারের কর্মীরা থিয়েটারের প্রতি ভালোবাসার তাগিদে মাটির তৈরি একটি মঞ্চ নির্মাণ করেন। পরে গ্রামের মানুষের সহযোগিতায় মঞ্চটি ইটবালু দিয়ে তৈরি হয়। তবে সেখানেও ছিল অনেক সীমাবদ্ধতা। অবশেষে সেখানে লাগল আধুনিকতার ছোঁয়া। পূর্ণাঙ্গভাবে থিয়েটারটির মঞ্চ নবরূপে দৃশ্যমান হয়েছে এ বছর। পাঁচ দিনব্যাপী নাটগীত গীতনাটের মেলা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাকিম আলী গায়েন থিয়েটারের মঞ্চটির দ্বারোদঘাটন করা হলো গতকাল।
এ দ্বারোদঘাটনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চকুসুম শিমুল ইউসুফ, কণ্ঠশিল্পী মমতাজ বেগম (এমপি, মানিকগঞ্জ-২), মানিকগঞ্জের পুলিশ সুপার আজাদ খান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো বাশারসহ আরও অনেক গুণিজন।
শিমুল ইউসুফ এ আয়োজন নিয়ে বলেন, ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার ১০০ মঞ্চের যে উদ্যোগ হাতে নিয়েছে, এ আয়োজন তারই প্রতিফলন। এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি এমন কার্যক্রম দেশের অন্যান্য প্রান্তেও অব্যাহত থাকবে।’
কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, ‘আমি মানিকগঞ্জের সন্তান। আমাদের এখানে রয়েছে সংস্কৃতির এক সমৃদ্ধ ইতিহাস। হাকিম আলী গায়েন মঞ্চ এ অঞ্চলের সাংস্কৃতিক যাত্রা আরও সুসংগঠিত করবে বলেই আমার বিশ্বাস।’
উৎসবের সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন জামান বলেন, গ্রাম বাংলার গীত-নৃত্য আর আখ্যানের আসরে জীবনের রূপ বয়ে নিয়ে চলেছে ঐতিব্যবাহী নাটকের পরিবেশনা। হাজার বছরের এ নাট্যরীতিকে আগামী প্রজন্মের কাছে সুবৃহৎ আকারে তুলে ধরতে হাকিম আলী গায়েন থিয়েটারের এবারের পাঁচ দিনব্যাপী আয়োজনে থাকছে সর্দারবাড়ির খেলা, আদিবাসী নৃত্য, একতা অপেরার রূপবান যাত্রা, পাপেট শো, জয়তুন বিবির পালা, নাটক নিশিমন বিসর্জন, ফকির সাহেবের ভাবগান, শহীদ কারবালা, লালনগীতি, বিচারগান শরিয়ত মারফত পালাসহ আরও আয়োজন।
নাটগীত গীতনাটের মেলা-২০২৩-এর উৎসব তত্ত্বাবধায়ক হিসেবে আছেন বাংলা নাটকের সুবর্ণপুত্র নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নিশীথ শামীম।
২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবটি চলবে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.