× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

নাম্বার ওয়ান ‘পাঠান’

প্রবা প্রতিবেদন

০৫ মার্চ ২০২৩ ১২:৫১ পিএম

চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই একগুচ্ছ রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন শাহরুখ খানের কামব্যাক সিনেমা। তবে সংশয় ছিল একটি রেকর্ড নিয়ে। তা হলো হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়; যেটা দখল করে ছিল দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’। হিন্দিতে ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এতদিন এটি ছিল শীর্ষে। ছবিটি মুক্তির ৩৮ দিন পেরিয়ে সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ‘পাঠান’। ফলে এটিই এখন ভারতের ইতিহাসে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি আয় করা ছবি। বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনে সমালোচক তরন আদর্শ। 

এখন তালিকার প্রথমে ‘পাঠান’। এরপর যথাক্রমে রয়েছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ ও ‘দঙ্গল’। 

এদিকে সিনেমার এমন সফলতার বিষয় নিয়ে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ টুইট করেছেন। বলেন, “পাঠান’ এখন ভারতের ইতিহাসে হিন্দি ভাষার সবসচেয়ে ব্যবসা-সফল সিনেমা। আমরা ‘বাহুবলী ২’-এর হিন্দি ভার্সনের আয়কে ছাড়িয়ে গিয়েছি। যেটি আমার জন্য এবং আমাদের টিমের জন্য গর্বের। সবাইকে ধন্যবাদ ‘পাঠান’ সিনেমার সঙ্গে থাকার জন্য। আপনারাই আমাদের শক্তি।’

‘পাঠান’ সিনেমার এমন অর্জনের বিষয়টি নিশ্চিত করেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনে সমালোচক তরণ আদর্শ। তিনি জানান, ২ মার্চ পর্যন্ত ‘পাঠান’ সিনেমার আয় ছিল ৫১০ কোটি ৫৫ লাখ রুপি। শুক্রবার সেটা ৫১১ কোটি রুপি ছাড়িয়ে গেছে। চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তনের এই সিনেমা আন্তর্জাতিক বাজারেও বেশ সফলভাবে এগোচ্ছে। ইতোমধ্যে এর বিশ্বব্যাপী আয়সহ মোট আয় ছাড়িয়ে গেছে ১ হাজার ২৯ কোটি রুপি।এই রেকর্ড কোথায় গিয়ে থামবে, সেটিই এখন দেখার বিষয়। 

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিরিজের ছবি ‘পাঠান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। শাহরুখের জন্য ফিরল বলিউডের পুরোনো গৌরব। নেপথ্যে ‘পাঠান’। প্রথম থেকেই এই ছবিকে ঘিরে উৎসাহ ছিল, উন্মাদনা লক্ষ করা গিয়েছিল শাহরুখ অনুরাগীদের মধ্যে। বাদশার প্রত্যাবর্তন যে! হলোও তাই। এক কথায় রাজকীয় প্রত্যাবর্তন শাহরুখের। 

এ ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। অতিথি চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খান। ছবিটির বাজেট ২৪০ কোটি রুপি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা