বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে চলেছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’। এর সমাপনী অনুষ্ঠান হয়ে গেল গত ৩ মার্চ। ১৫ দিনব্যাপী চলা এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহউদ্দিন শাকের।
এবারে উৎসবে প্রদর্শিত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়েছে ৭ জনকে। পুরস্কারের জন্য মনোনীত ২০ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্রÑ ২ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ ৫০ হাজার টাকা, বিশেষ জুরি ১ লাখ টাকা, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পেয়েছেন ৫০ হাজার টাকা।
আরও পড়ুন: ৮ নারী শিল্পী পাচ্ছেন নাট্য সম্মাননা
এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিজয়ী হয়েছে মুহাম্মদ কাইয়ুম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হয়েছেন নুরুল আলম আতিক, বিশেষ জুরিতে পুরস্কৃত ‘নোনা জলের কাব্য’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। ‘চন্দ্রাবতীর কথা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হলেন সাইয়ীদ কাশেফ শাহবাজী, ‘শিমু’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সম্পাদক হয়েছেন সুজন মাহমুদ, ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার হিসেবে বিজয়ী হয়েছেন রিপন নাথ। সর্বশেষ ‘সাঁতাও’ সিনেমা দিয়ে শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন খন্দকার সুজন।
দিনব্যাপী চলা এ সমাপনী আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হয় ‘চলচ্চিত্র : মুজিব আমার পিতা’ ও ‘নোনা জলের কাব্য’।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.