বলিউডের পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক। ছবি : সংগৃহীত
বলিউডের স্বনামধন্য পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র ৬৬ বছর বয়সেই জীবনাবসান হলো এই অভিনয়শিল্পীর।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু সংবাদ জানান বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খের।
অনুপম খের এক টুইট বার্তায় লেখেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে আমার জীবন বদলে যাবে। ওম শান্তি।’
৭ মার্চ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও দেখা গিয়েছিল কৌশিককে। তার পরই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় পরিচালক-অভিনেতার। বৃহস্পতিবার ভোরে মেলে তার মৃত্যুর খবর।
সতীশ কৌশিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার আগামী ছবি ‘ইমারজেন্সি’তে ভারতের উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা করেন সতীশ কৌশিক। পরবর্তীকালে ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি।
সালমান খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচালক হিসেবে পরিচিতি বাড়ে সতীশ কৌশিকের।
শুধু পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।
‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তার অভিনয় এখনও মনে আছে দর্শক ও সিনে-অনুরাগীদের।
আশি ও নব্বইয়ের দশকের একাধিক ছবির পাশাপাশি হালের ‘বাগি ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও অভিনয় করেছেন সতীশ কৌশিক।
পর্দায় তার কৌতুকাভিনয় ছিল অবিস্মরণীয়।
সূত্র : ইউনি ইন্ডিয়া
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.