× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কার জিতে ইতিহাস গড়ল ‘নাটু নাটু’ গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১০:২৬ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১২:১৪ পিএম

দক্ষিণ ভারতের সিনেমা আরআরআরের ‘নাটু নাটু’ গান পেয়েছে অস্কার

দক্ষিণ ভারতের সিনেমা আরআরআরের ‘নাটু নাটু’ গান পেয়েছে অস্কার

অবশেষে লেখা হলো ইতিহাস। সম্ভাবনা হলো সত্যি। সেরা মৌলিক গান বিভাগে সেরা হিসেবে অস্কার জিতে নিয়েছে ভারতের ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি।

রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম অস্কার আসরের পুরস্কার বিতরণী হয়। সেখানেই অস্কারজয়ী হিসেবে ঘোষিত হলো এ গানের নাম।

অস্কার জেতায় ‘নাটু নাটু’ গানের শিল্পী-কুশলীরা প্রশংসায় ভাসছেন। এ গানের সিনেমা ‘ট্রিপল আর’-এর নির্মাতা এসএস রাজামৌলির বন্দনা চলছে উপমহাদেশজুড়ে।

তেলেগু ভাষায় গানটি লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানির সুরে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।

এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল অ্যাপ্লজ (ডায়েন ওয়ারেন), হোল্ড মাই হ্যান্ড (লেডি গাগা ও ব্লাড পপ), লিফট মি আপ (রিয়ানা, টেমস, রায়ান কুগলার, লুদবিগ ইওরানসন), দিস ইজ আ লাইফের (রায়ান লট, ডেভিড বায়ার্ন ও মিৎসকি) মতো চারটি জনপ্রিয় গান। তবে শেষ হাসি হাসল নাটু নাটু।

এ গান দিয়ে দ্বিতীয়বারের মতো অস্কার জয় করল ভারত। এর আগে স্বল্পদৈর্ঘ্যে তথ্যচিত্র বিভাগে ভারতীয় সিনেমা ‘দি এলিফ্যান্ট হুইসপারস’ অস্কার জিতে নেয়।

এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

এ ছাড়া এ বছর অস্কারে সেরা ছবির তকমা পেল ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। ‘টপ গান ম্যাভেরিক’, ‘অবতার’-এর মতো ছবির সঙ্গে পাল্লা দিয়েও শেষ হাসি হাসল ছবিটি।

অস্কার পেয়েছে ‘অবতার দ্য ওয়ে অব ওয়াটার’। সেরা ভিজুয়াল এফেক্টস বিভাগে জেমস ক্যামেরনের এ সিনেমা পুরস্কার জিতে নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা