× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজীবন সম্মাননা পাচ্ছেন বন্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১২:৪৮ পিএম

আজীবন সম্মাননা পাচ্ছেন বন্যা

গেল বছরের শেষপ্রান্তে চ্যানেল আই আয়োজিত মিউজিক অ্যাওয়ার্ডে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আর চলতি বছরের ২০ মার্চ বিকেল ৫টায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিকেল ৫টায় ‘ট্র্যাব মিউজিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হবে। 

এই অনুষ্ঠানেই রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হচ্ছে বলে জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক বাদল আহমেদ ও সদস্য সচিব রফিক মুহাম্মদ। 

বাদল আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক, ফোক, ব্যান্ড, নাটকের শীর্ষ সংগীত ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আশা করছি, এবারের এই আয়োজন নিঃসন্দেহে অনেক ভালো হবে, যথাযথ যোগ্য শিল্পীদেরই আমরা সম্মাননা প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠানটি যেন আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, সেই চেষ্টাই থাকবে আমার, রফিক মুহাম্মদের, সালাম মাহমুদের ও অনজন রহমান’সহ আরও যারা এর সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট আছেন।’ 

‘আজীবন সম্মাননা’ প্রাপ্তি প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘একজন শিল্পীর জন্য আজীবন সম্মাননাপ্রাপ্তি নিঃসন্দেহে অনেক অনেক ভালোলাগার। এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বিশেষত যারা আমাকে চূড়ান্ত করেছেন আজীবন সম্মাননার জন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার গায়কীর প্রতি, গানের প্রতি তাদের যে আন্তরিক ভালোবাসা, তা আমাকে মুগ্ধ করেছে।’ 

‘ট্র্যাব’ সভাপতি সালাম মাহমুদ ও সাধারণ সম্পাদক অনজন রহমান নিশ্চিত করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা