এ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন দুটি সিনেমা। একটি অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’, অন্যটি হলিউডের ‘শাজাম’।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত চলচ্চিত্র রেডিও। সিনেমাটি ১৭ মার্চ শুক্রবার দেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা মামুন প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা ৭টি সিনেমা হল পেয়েছি। হলগুলো হলো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন, সিলভার স্ক্রিন চট্টগ্রাম, রুটস সিরাজগঞ্জ, মধুমনি বগুড়া উল্লেখযোগ্য।’ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা রিয়াজ ও অভিনেত্রী এলিনা শাম্মীকে। এ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় প্রমুখকে।
এদিকে ডিসি কমিকসের সুপারহিরো ‘শাজাম’। ২০১৯ সালে প্রথমবার এ চরিত্রটি পর্দায় আসে। ‘শাজাম!’ নামের সেই ছবি বক্স অফিসে বেশ ভালো সাড়া পেয়েছিল। তাই নতুন কিস্তি নিয়ে আসছেন নির্মাতা-প্রযোজকরা। শুক্রবার (১৭ মার্চ) মুক্তি পাচ্ছে ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে একই দিন বাংলাদেশের তিনটি শহরে মুক্তি পাচ্ছে শিনেমাটি।
আগের পর্বের পরিচালক ডেভিড এফ স্যান্ডবার্গ এবারও আছেন পরিচালনার দায়িত্বে। পরিবর্তন আসেনি অভিনয়শিল্পীদের তালিকায়ও। নামভূমিকায় জ্যাচারি লেভিসহ অন্যান্য চরিত্রে অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলারসহ আগের ছবির প্রায় সবাই থাকছেন নতুন পর্বে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.