× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

২২ মার্চ ওটিটির পর্দায় পাঠানের মুক্তি

প্রবা প্রতিবেদন

১৭ মার্চ ২০২৩ ১৫:৪০ পিএম । আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৬:০৩ পিএম

বছরের আলোচিত বক্স অফিস কাঁপানো সিনেমা শাহরুখের পাঠান। এবার ২২ মার্চ ওটিটির পর্দায় মুক্তি পাচ্ছে 'পাঠান'। ছবির ডিলিটেড দৃশ্যগুলোও ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হবে। যদিও সেটা নির্মাতাদের নিজস্ব ওয়েবসাইটেও মুক্তি পাবে বলে জানা গেছে।

'পাঠান' মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। এর মধ্যে ছবিটি দেখেননি এমন সিনেমাপ্রেমী খুব কমই রয়েছেন। তারপরও অনেকে রয়েছেন যারা এখনও ছবিটি দেখে উঠতে পারেননি। আবার এমন লোকজনও রয়েছেন যারা আবারও ছবিটি দেখতে চাইছেন। তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। এবার বাড়িতে বসেই দেখে নিতে পারবেন 'পাঠান'। কীভাবে দেখবেন, তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন।

২২ মার্চ ওটিটির পর্দায় মুক্তির প্রসঙ্গে যদিও নির্মাতাদের তরফে এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। কোন ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে, তা এখনও সামনে আসেনি।

বক্স অফিসে ৫০ দিন পূর্ণ করার পরও একইভাবে বক্স অফিসে রাজত্ব করে চলেছে ছবিটি। এখন পর্যন্ত তামিল, তেলুগু, হিন্দি মিলিয়ে দেশের বাজারে ছবিটির বক্স অফিস কালেকশন ৬৫০ কোটি রুপিরও বেশি। গোটা বিশ্বের বক্স অফিস কালেকশন মিলিয়ে এই ছবির বক্স অফিস কালেকশন ১ হাজার ৪৩ কোটি রুপি ছাড়িয়েছে।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ৪ নম্বর ছবি হলো 'পাঠান'। যশরাজের স্পাই ইউনিভার্সের প্রায় সব ছবিই বক্স অফিসে সুপারহিট। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বাদশার 'পাঠান'। এর আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিগুলো হলো 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', ‘ওয়ার’, আর তারপরই মুক্তি পেল 'পাঠান'। খুব শিগগিরই মুক্তি পাবে 'টাইগার থ্রি'।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা