× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমির খানকে চান অস্কারজয়ী মিশেল ইয়ো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৩:১৫ পিএম

আমির খানকে চান অস্কারজয়ী মিশেল ইয়ো

এবারের অস্কারের ৯৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমকে দিয়েছেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে এই একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পেলেন তিনি। সেরা অভিনেত্রী বিভাগে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই সম্মাননা লাভ করেন তিনি।

একাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়াল টুইটারে বলা হয়েছে, ‘এশিয়ার প্রথম নারী হিসেবে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার পেলেন মিশেল ইয়ো। এর মাধ্যমে ইতিহাস তৈরি করলেন তিনি। তার জন্য আমাদের ভালোবাসা।’

পুরস্কার গ্রহণের পর মালয়েশিয়ান নাগরিক মিশেল ইয়ো গণমাধ্যমে বলেন, ‘আমার মতো দেখতে সব ছোট ছেলেমেয়েদের এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।’

এই অভিনেত্রী এখন সামনের দিকে এগিয়ে যেতে চান। কাজ করতে চান ভালো সহশিল্পীদের সঙ্গে। এই তালিকায় আছেন বলিউড অভিনেতা আমির খান। এমন নাম শুনে অনেকে চমকে গেলেও, মিশেল ইয়োর অন্যতম অভিনেতা বলিউডের মিস্টার পারফেকশানিস্ট। 

সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন মিশেল। সেখানে তিনি জানান, ‘আমির খানের সঙ্গে একটি এনজিওতে শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন কাজ করছি আমি। আমাদের দুজনের উদ্দেশ্য ভালোবাসা ছড়িয়ে দেওয়া। তার অভিনয় আমার ভীষণ ভালো লাগে। তা ছাড়া বলিউডের সিনেমাও আমি দীর্ঘদিন অনুসরণ করি।’

সামনে আমিরের সঙ্গে কাজের সুযোগ পেলে করবেন কি না এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘কেন নয়। আমির খানের বিশাল ভক্ত আমি। তার ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি আমার ভালো লেগেছে।’

প্রসঙ্গত, মালয়েশিয়ান অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডে প্রথম মনোনয়ন পান ৬০ বছর বয়সি মিশেল। আর শুরুতেই বাজিমাত করলেন তিনি। এর আগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও লাভ করেছেন মিশেল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা