× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯২ বছরে এসে আবারও প্রেমে রুপার্ট মারডক, গ্রীষ্মে বিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ০৯:৫৯ এএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৪:৪৪ পিএম

বাগদত্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

বাগদত্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

মিডিয়া মুঘল ও বিলিয়নেয়ার রুপার্ট মারডক আবারও প্রেমে পড়েছেন। খুব শিগগিরই পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।

নিউইয়র্ক পোস্টে সোমবার (২০ মার্চ) প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, তিনি অ্যান লেসলি স্মিথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে মারডক ও লেসলির। 

মারডক গসিপবিষয়ক কলামিস্ট সিন্ডি অ্যাডামসকে বলেছিলেন, সেপ্টেম্বরেই ক্যালিফোর্নিয়ার বেল এয়ারে মোরাগা এস্টেট পরিদর্শনের সময় তার সঙ্গে লেসলি স্মিথের প্রথম সাক্ষাৎ হয়।

সিন্ডিকে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেয়েছিলাম। কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ প্রেম। এটি চমৎকার, আমি খুশি।’

এ বছরের গ্রীষ্মের শেষের দিকে জুটি বাঁধতে চান তারা। মারডক এ বিষয়ে বলেছেন, ‘আমরা দুজন আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটাতে উন্মুখ।’

অ্যান লেসলি স্মিথ এর আগে চেস্টার স্মিথকে বিয়ে করেছিলেন, যিনি ছিলেন একজন গায়ক, রেডিও ও টেলিভিশন এক্সিকিউটিভ। যিনি ২০০৮ সালে মারা যান।

মারডকের ৬৬ বছর বয়সি এই বাগদত্তা বলেন, ‘রুপার্টের মতো আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকায় কাজ করেছেন, রেডিও ও টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠা করেছেন। তাই আমি রুপার্টের ভাষাতেই কথা বলি এবং একই বিশ্বাস শেয়ার করি।’

ফক্স, প্লেবয়সহ বিশ্বের অনেক নামি সংবাদ প্রতিষ্ঠান ও বিনোদনসংক্রান্ত প্রতিষ্ঠানের মালিক রুপার্ট মারডক এর আগে সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক আনা মারডোক, উদ্যোক্তা ওয়েন্ডিং ডেং ও মডেল জেরি হলকে বিয়ে করেন।

গত বছরের আগস্টে সবশেষ স্ত্রী জেরি হলের সঙ্গে তার বিচ্ছেদ হয়। প্রথম তিন স্ত্রীর গর্ভজাত মারডকের মোট ছয় সন্তান রয়েছেন। 

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা