× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব ইস্যুতে মুখ খুললেন পরিচালক ও মূল প্রযোজক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৩:১৪ পিএম

শাকিব ইস্যুতে মুখ খুললেন পরিচালক ও মূল প্রযোজক

কয়েক দিন ধরেই চলচ্চিত্রপাড়া সরগরম চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়াপ্রবাসী এক প্রযোজকের কিছু অভিযোগ নিয়ে। রহমত উল্লাহ নামের ওই প্রযোজকের দাবি, তিনি শাকিব খান অভিনীত ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক। শাকিব খানের বিরুদ্ধে তিনি অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন। 

এদিকে এসব অভিযোগ ত্রুটিপূর্ণ বলে দাবি করলেন অস্ট্রেলিয়াপ্রবাসী পরিচালক আশিকুর রহমান। তিনিই ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার নির্মাতা। মুখ খুলেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম। প্রযোজক বলেন, ‘শাকিব খানের সঙ্গে চুক্তি হয়েছিল আমার প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়ার। আর আমার সঙ্গে চুক্তি হয়েছে সিনেফ্যাক্টের। ওই প্রতিষ্ঠানের তিনজনের একজন রহমত উল্লাহ। তারা সিনেমার ৩০ ভাগ বিনিয়োগ করেছেন। শাকিব খানের সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। তাই শাকিব খানের বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুই পক্ষের (ভারটেক্স মিডিয়া ও সিনেফ্যাক্ট) অন্তঃকোন্দলের কারণে ছবির কাজ কিছুদিন বন্ধ ছিল। ছবির কাজ বন্ধের ব্যাপারে শাকিব খানের কোনো হাত নেই। রহমত উল্লাহ বারবার যে বলছেন শিডিউলের কথা, এই শিডিউল শাকিব খানের কাছে চাওয়ার রাইটও তার নেই। এটা নিয়ে কথা বলবে শুধু ভারটেক্স মিডিয়া। এ বছরই ছবির কাজ শুরু করব। সে প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি।’

গতকাল দীর্ঘ স্ট্যাটাসে সিনেমাটির পরিচালক বলেন, ‘অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রটি নিয়ে বিগত কয়েক দিনে যথেষ্ট পরিমাণে আলাপ-আলোচনা হচ্ছে। এই চলচ্চিত্রের পরিচালক হিসেবে আমার অবস্থান ও বক্তব্য উপস্থাপন করছি। চিত্রনায়ক শাকিব খানের নামে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো ত্রুটিপূর্ণ ও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি আরও বলেন, ‘শাকিব খান ২০১৬ ও ২০১৮ সালে দুইবার অস্ট্রেলিয়ায় শুটিং করতে আসেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় সাত-আট দিনের শুটিং করেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে ‘সুপার হিরো’ চলচ্চিত্রের শুটিং করতে অস্ট্রেলিয়ায় আসেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি নাকি পালিয়ে গেছেন অস্ট্রেলিয়া থেকে, যেটা বাস্তবে কখনও হওয়া সম্ভব নয়। এই দেশে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলে, তা খতিয়ে শেষ না দেখা পর্যন্ত তাকে দেশ ত্যাগ বা প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ২০১৬ ও ২০১৮ সালে এই দুই চলচ্চিত্রের সব কলাকুশলী সম্মান ও আতিথেয়তা সহকারে অস্ট্রেলিয়া আগমন ও ত্যাগ করেন। ২০১৮ সালে শাকিব খান ও অন্য কলাকুশলীরা যখন হোটেল হলিডে ইনে অবস্থান করছিলেন, তখন অস্ট্রেলিয়া পুলিশের দুজন তদন্তকারী কর্মকর্তা তার রুমে যান। প্রায় ২০ থেকে ৩০ মিনিটের অবস্থান শেষে তারা অন্যদের আরও কিছু সাধারণ প্রশ্ন করে চলে যান। এই ঘটনা ছাড়া শাকিব খানের সঙ্গে পুলিশের আর কোনো ইন্টারেকশন আমার জানা নেই। সেই দিনও আমরা ইনডোরে মুভির দুটি সিকুয়েন্স শুট করি। তার এক দিন পর আমি, রবিউল রবি ও শাকিব খানের আরেকজন লিগ্যাল প্রতিনিধি কোগরা পুলিশ স্টেশনে যাই ওই ঘটনার বিস্তারিত জানার জন্য। 

শাকিব খানের প্রতিনিধি পুলিশের সঙ্গে বিভিন্ন কাগজপত্র নিয়ে আলাদা একটি রুমে বসেন। প্রায় এক ঘণ্টা আলোচনা শেষে তদন্তকারী কর্মকর্তা আমাদের জানান, শাকিব খানের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা, তারা প্রমাণ পাননি। তারপর তিনি শাকিব খানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং তাকে কোনো সন্দেহ ছাড়া ও নিশ্চিন্তে সিডনিতে শুটিং করতে বলেন। ওই ঘটনার পর আমরা আরও দুই সপ্তাহেরও বেশি সিডনিতে শুটিং করি।’ 

তিনি দাবি করেন, শাকিব খান যতক্ষণ শুটিং করেছেন, কখনও আপত্তিকর কিছু তার চোখে পড়েনি।

সব শেষে এই পরিচালক বলেন, ‘অপারেশন অগ্নিপথ’ চলচ্চিত্রটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ মিলিয়ে শুট করার একটাই কারণ ছিল। সেটা হলো আমরা অনিন্দ্যসুন্দর একটি দেশকে বাংলাদেশের সিনেমার পর্দায় উপস্থিত করতে চেয়েছিলাম। অপারেশন অগ্নিপথ মুভিটি সত্যিকারের অগ্নিপথ পাড়ি দিয়ে একদিন সোনালি পর্দায় মুক্তি পাবে, এটাই আমাদের প্রত্যাশা।’

এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিনেফ্যাক্টের প্রযোজক রহমত উল্লাহ বলেন, ‘পরিচালক ও প্রযোজক জানে আলম তাদের অবস্থান বদলে ফেলেছেন। আমি যেসব অভিযোগ করেছি, সেগুলো ভিত্তিহীন নয়। আমাদের কোন্দলের জন্য সিনেমা আটকে থাকেনি। শাকিবের শিডিউল না পাওয়াতেই দীর্ঘ পাঁচ বছর কোনো কাজ হয়নি। এখন তারা শাকিবের শিডিউল পেয়ে যদি আমাকে ভিলেন বানান, তাহলে বলার কিছু নেই। তবে যেখানে যত ভুল হয়েছে, সবই প্রকাশ করা হবে সময়মতো।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা