× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে পুরস্কৃত নিপুণ অভিনীত ‘মনোলোক’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৫:০৯ পিএম

ভারতে পুরস্কৃত নিপুণ অভিনীত ‘মনোলোক’

জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়েও সরব। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী এবার নতুন সাফল্যে আনন্দে ভাসছেন। তার অভিনীত ‘মনোলোক’ সিনেমাটি পুরস্কৃত হয়েছে ভারতে। সম্প্রতি ‘ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর সপ্তম আসরে পুরস্কার পায়। সিনেমাটি হায়দরাবাদে অনুষ্ঠিত উৎসবে সম্পাদনা বিভাগে সেরার পুরস্কার জিতেছে।

২০২১ সালের নভেম্বরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। হাফিজ আলম বকশের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন শহীদ রায়হান। ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ৯টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের অফিসিয়াল সিলেকশন পাওয়া ৯৪টি ছবির মধ্যে প্রতিযোগিতায় বেস্ট এডিটিং অ্যাওয়ার্ড অর্জন করেছে মনোলোক।

বিষয়টি জানিয়ে নিপুণ বলেন, ‘এটা সত্যি আনন্দিত হওয়ার মতো খবর। সিনেমাটি এখনও দেশে মুক্তি পায়নি। এর কোনো লুকও প্রকাশ হয়নি এতদিন। বেশ কিছু দেশের উৎসবে এটি অংশ নিচ্ছে। বিদেশের মাটিতে স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে সিনেমাটি আলোচনায় এসেছে, সবাই এর সম্পর্কে জানতে পারছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এ সাফল্যে সিনেমার এডিটর অমিত দেবনাথকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে এ সিনেমার পরিচালক, প্রযোজকসহ পুরো টিমকে অভিনন্দন জানাই। দেশে মুক্তির আগেই সিনেমাটি পুরস্কার পেয়েছে। আশা করি দেশেও প্রশংসা পাবে।’

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা উত্তর রাজনৈতিক ঘটনাপ্রবাহ, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ, বিরাজমান মতবিরোধ এবং রাজনৈতিক জীবনে যেসব নেতা এর প্রতিফলন ঘটিয়েছিলেন, তাদের অবচেতন মনের চেতনা ও দর্শন বাস্তবে দাঁড় করানোর সিনেমা মনোলোক। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। তিনি নিজের চরিত্র ও গল্প সম্পর্কে বলেন, ‘এখানে আমার চরিত্রটির কোনো নাম নেই। বলা যেতে পারে এটা বিবেক। যার কল্পনা বা মনের ভাবনায় অনেক চরিত্র এসে হাজির হবে সিনেমায়। সেখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেক ঐতিহাসিক চরিত্রের দেখা মিলবে। শেখ রাসেল ফিরে আসবেন। দুর্ভিক্ষের আলোচিত চরিত্রে বাসন্তী আসবেন। রাজাকার গোলাম আযমকেও দেখানো হয়েছে। একটা অন্য আমেজের সিনেমা। অনেক দেশের উৎসবে সিনেমাটি পাঠানো হয়েছে। হয়তো আরও অনেক সাফল্য আসবে।’

আরও পড়ুন: শুরু হচ্ছে অনুদানের ‘দাওয়াল’, বঙ্গবন্ধুর চরিত্রে সৌম্য

সিনেমার পুরস্কার জয়ে তিনি এর এডিটর অমিত দেবনাথকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘মনোলোক নিয়ে যাত্রার প্রথমেই এ অর্জন নির্মাতা হিসেবে আমার জন্য অনেক মূল্যবান। আমার প্রথম সিনেমার প্রথম স্বীকৃতি। অনুপ্রেরণা পাচ্ছি। কৃতজ্ঞতা সম্মানিত প্রডিউসর হাফিজ আলম বকশকে। আমার সিনেমার শিল্পীসহ টিমকে।’

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিপুণ, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, সমু চৌধুরী, এমএ বারী, একে আজাদ সেতু, সঙ্গীতা চৌধুরী, নেয়াজ তারেক মাসুদ মহিউদ্দিন, আশরাফুল আশীষ, আরিয়ান।

পরিচালক জানান, সেন্সর বোর্ডে জমা পড়েছে মনোলোক। মুক্তির অনুমতি পেলে রোজার ঈদের পর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা