× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার ব্যোমকেশ হয়ে আসছেন অনির্বাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৬:৩৮ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৬:৫১ পিএম

আবার ব্যোমকেশ হয়ে আসছেন অনির্বাণ

অবশেষে মুক্তি পেল ব্যোমকেশ ও পিঁজরাপোলের ট্রেলার। ‘কখন কী হয়ে যায় বলা যায় না’- এই বাক্যের সঙ্গে যে একটা রহস্যময় ঘটনা জড়িত, সেটাই যেন আবারও বুঝিয়ে দিল ব্যোমকেশ ও পিঁজরাপোলের ট্রেলারটি। রবিবার (২৬ মার্চ) প্রকাশ্যে এলো এই সিরিজের ট্রেলার।

অনির্বাণ ভট্টাচার্য আবারও ধরা দিলেন সত্যান্বেষীর চরিত্রে। তার সঙ্গী অজিত এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো আছেন ঋদ্ধিমা ঘোষ। এবার ব্যোমকেশের সামনে এক অমোঘ রহস্যের হাতছানি। সেটার সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ? 

এই সিরিজের ট্রেলারে সব থেকে বেশি যেটা নজর কেড়েছে সেটা হলো ঘড়ির কাঁটার টিকটিক শব্দের সঙ্গে বাকি প্রতিটা শব্দের মিশে যাওয়া। এমনকি অপরাধেরও। এই ঘড়ির শব্দের সঙ্গে বাকিসব শব্দের মিশেলটা বেশ সুন্দর করে মেশানো হয়েছে এখানে।

ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে 'হ্যালো'। এরপরই স্ক্রিনে একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যের সংলাপ। ব্যোমকেশের সামনে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। সন্দেহভাজন অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনও কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না?

ওটিটি প্ল্যাটফর্ম হইচই এই সিরিজের ট্রেলার প্রকাশ্যে নিয়ে আসে। সিরিজটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে বানানো হয়েছে। আগামী ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

ব্যোমকেশ ও পিঁজরাপোলে মুখ্য ভূমিকায় অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা ছাড়াও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। এই সিরিজের পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা