পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরাম এবার সিনে জগতে পা রাখলেন। নিজে অভিনয়ের পাশাপাশি স্ত্রীকেও সঙ্গে নিয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক টিভি বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রথমবারের মতো ‘মানি ব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ সিনেমায় অভিনয় করেছেন। সঙ্গে তার স্ত্রী শানিয়েরাও রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সিনেমায় শুধু সেই তারকা দম্পতিই নয়, পাকিস্তানি হার্টথ্রব ফাওয়াদ খান, অভিনেতা মির্জা গোহর রশিদ, শেহরিয়ার মুনাওয়ার, মানি, মিকাল জুলফিকারসহ আরও কয়েকজন তারকাও রয়েছেন। জুলফিকার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমবিজির ট্রেলার শেয়ার করেছেন।
আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে দেখানো হবে তারকাখচিত সিনেমাটির বিশেষ স্নিক পিক। নির্মাতারা ঘোষণা করেছেন ছবিটি চলতি এপ্রিল মাসেই মুক্তি পাবে। পাকিস্তানি অভিনেতা ফয়সাল কুরেশির লেখা ও পরিচালনায় সিনেমাটি অ্যাকশন এবং কমেডিধর্মী থ্রিলার।
এই সাবেক ক্রিকেটার অনেক টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। অভিনয় জগতে এমবিজি তার জন্য প্রথম উপযুক্ত ‘অভিনয় প্রকল্প’ হিসেবে কাজ করবে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.