বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় গভীর ভাবগম্বীর্যের মধ্য দিয়ে রমজান মাস পালন করছে। এই মাসে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য রোজা রাখেন মুসলমানরা। তবে রোজা রাখা নিয়ে সম্প্রতি বিদ্রূপ, করলেন পপ তারকাদম্পতি জাস্টিন বিবার ও হেইলি বিবার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রমজানে রোজা রাখা নিয়ে প্রশ্ন করা হলে জাস্টিন বিবার হেসে ফেলেন। তার সঙ্গে ছিলেন মডেল স্ত্রী হেইলি বিবারও। জাস্টিন বলেন, ‘আমাকে সত্যিই এটা নিয়ে ভাবতে হবে। কোনো ধারণা নেই। কোনোদিন এসব করিওনি। আমার তো মনে হয় শরীরে পুষ্টি দরকার।’
জাস্টিনের কথায় সহমত প্রকাশ করে হেইলি বিবার বলেন, ‘আমার কাছে এই বিষয়টার কোনো অর্থ হয় না। যদি আপনি টিভি বন্ধ করতে চান, তাহলে আগে ফোন বন্ধ করা উচিত বলে মনে হয়। খাবার বন্ধ করার কোনো অর্থ নেই। হ্যাঁ, এটা হতে পারে আপনি শরীরের জন্য মিষ্টি কিংবা চিনি খাওয়া বন্ধ করলেন, তবে খাবার বন্ধের কোনো অর্থই নেই, বোকামি মাত্র।’
হিজাব মর্ডান এফএইচ নামে একটি পেজ থেকে জাস্টিন ও হেইলি বিবারের মন্তব্যটি শেয়ার করা হয়েছে।
তবে এ ঘটনায় বেশ চটেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্প গওহর খান। তিনি একটি ভারতীয় গণমাধ্যমে জানান, ‘ওরা যে কতটা মূর্খ তা কথা শুনেই বেশ বোঝা যাচ্ছে। এই রোজা রাখার বিষয়ে যে বিজ্ঞান ও যুক্তিসঙ্গত কারণও রয়েছে তা নিয়ে ওদের ধারণা নেই। অনেক ধন্যবাদ মতামত রাখার জন্য। এটা নিয়ে কথা বলতে হবে, অনেক বুদ্ধির প্রয়োজন।’
প্রসঙ্গত, খুব শিগগিরই মা হতে চলেছেন গওহর খান। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোজা রাখতে দেখা গেছে গওহরকে। রোজ রাখছেন তার স্বামী জায়েদ দরবারও। গেল বৃহস্পতিবার, গওহর একটি সুন্দর ভিডিও শেয়ার করে জানিয়েছেন কীভাবে সারাদিনের উপবাস শেষে তারা সুস্বাদু খাবারের জন্য অপেক্ষা করেন। যদিও গওহর জানিয়েছেন, গর্ভবতী মহিলারা, অসুস্থ ব্যক্তি এবং ভ্রমণকারীরা চাইলে রোজা নাও পালন করতে পারেন। পরিবর্তে যেসমস্ত অভাবি মানুষ রোজা রেখেছেন তাদের খাওয়াতে পারেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.