দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ২১ বছর ধরে দেশের ব্যান্ডসংগীতে অবদান রাখছে দলটি। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সুনাম ছড়িয়েছে চিরকুটের। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে চিরকুটের গান ও দলপ্রধান শারমিন সুলতানা সুমির কণ্ঠ মানেই অন্য রকম আবেগ। বেশকিছু অ্যালবাম ও গান দলটি প্রকাশ করেছে। এবার চতুর্থ অ্যালবাম নিয়ে আসছে চিরকুট। ইতোমধ্যে এর কাজও শুরু করে দিয়েছে দলটি।
অ্যালবামের ঘোষণা আগেই এসেছিল। এবার জানা গেল নাম। ‘পেন্ডুলাম’ নাম নিয়েই আসতে যাচ্ছে চিরকুটের নতুন অ্যালবাম।
সবশেষ ‘চিরকুট’ তাদের তৃতীয় অ্যালবাম বের করেছিল ছয় বছর আগে, ২০১৭ সালে। অ্যালবামের নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘ কেউ জোনাক জ্বালো’ এবং ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল। এবার নতুন অ্যালবামের পরিকল্পনা জানালেন চিরকুট প্রধান সুমি। তিনি বলেন, ‘আমাদের নতুন অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’। এখানে থাকবে ১০ থেকে ১১টি গান। অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। অনেক দিন পর শ্রোতাদের জন্য অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি বিষয়টি মনে করলেই আনন্দ পাচ্ছি। আশা করছি এ বছরের শেষদিকে অ্যালবামটি বাজারে নিয়ে আসতে পারব।’
এ সময় নিজেদের চতুর্থ অ্যালবামের গানগুলো নিয়ে এ শিল্পী আরও বলেন, ‘প্রতিটি গানেই সমসাময়িক বিষয় তুলে আনার চেষ্টা থাকবে। যা বিগত দিনে চিরকুটের গানে খুঁজে পেয়েছে ভক্তরা। তাদের কথা মাথায় রেখেই আমাদের চতুর্থ অ্যালবামের কাজ চলছে।’
২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে চিরকুট। এরপর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। সে তালিকায় আছে ‘ডুব’ সিনেমার ‘আহা জীবন’, ‘আয়নাবাজি’ সিনেমার ‘না জানি দুনিয়া’, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার ‘এ শহরের কাকটাও জেনে গেছে’ ইত্যাদি। দেশে-বিদেশে নিয়মিত স্টেজ পারফর্ম করেও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.