× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনি ডেপের সিনেমা দিয়ে ৭৬তম কান উৎসব শুরু, ক্ষিপ্ত অ্যাম্বার ভক্তরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৩:২৬ পিএম

জনি ডেপের সিনেমা দিয়ে ৭৬তম কান উৎসব শুরু,  ক্ষিপ্ত অ্যাম্বার ভক্তরা

৭৬তম কান উৎসবের পর্দা উঠেছে মঙ্গলবার (১৬ মে)। এবারের উৎসবের পর্দা উঠলো জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু বারি’ দিয়ে। এতে ব্যাপক খেপেছেন অ্যাম্বার ভক্তরা। অ্যাম্বার হার্ডের ভক্তদের অভিযোগ, কান উৎসব নির্যাতনকারীদের উৎসাহ দিচ্ছে। সামাজিক মাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু করেছেন তারা। সেখানে হ্যাশট্যাগ দিয়ে ‘কান ইউ নট’ নট লিখেছেন নেটিজেনরা। সাথে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবকে ব্যঙ্গ করে লেখা হয়েছে, ‘নির্যাতনকারীদের উদযাপন করার ৭৬ বছর।’ 

এই ছবি দিয়ে কান উৎসব শুরু করায় বিতর্ক হবে তা আগেই বুঝতে পেরেছিলেন কান ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমাক্স। এই প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় না মাইওয়েনের ছবি দিয়ে শুরু করার সিদ্ধান্তটি বিতর্ক তৈরি করবে। জনি ডেপকে যদি নিষিদ্ধ করা হতো তাহলে আলাদা বিষয় ছিল, সেরকম কিছু তো হয়নি।’ তিনি আরও বলেন, ‘থিয়েরি ফ্রেমাক্স আরও বলেন, ‘সিনেমা তো আর জনি ডেপকে নিয়ে না।’

‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই চরিত্রে দেখা গেছে জনি ডেপকে। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন।

এদিকে,ইভ বারলো নামের এক সাংবাদিক, যিনি অ্যাম্বারের কাছের বন্ধু- লিখেছেন ‘ধর্ষক এবং নির্যাতনকারীদের গর্বের সাথে সমর্থন করে আসার ইতিহাস রয়েছে কানের।’ এই পোস্টের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন কানের উপস্থিত থাকা জনি ডেপ, রোমান পোলানস্কি, হার্ভে ওয়েনস্টেইন, জেরার্ড ডেপারডিউ এবং লাক বেসনের ছবি। বারলো আরও লিখেছেন, ‘আপনি যদি কান সমর্থন করেন, তাহলে এই পশুদেরও সমর্থন করছেন।’

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। মানহানি মামলায় জেতার পরে ‘জিন দ্যু বারি’ই অভিনেতার ‘কামব্যাক’ সিনেমা।

দরিদ্র ঘরে জন্ম জিন দ্যু বারির। সাধারণ নারী থেকে তিনি কীভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন, সেই গল্প দেখানো হবে ছবিতে।

রাজা লুই ফিফটিন প্রায় ৫৯ বছর ফ্রান্স শাসন করেন। মৃত্যুর আগে তিনি দুর্নীতি ও অবাধ্যতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। গিলোটিনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা